TRENDING:

The Great Khali Net Worth: নতুন করে চর্চায় দ্য গ্রেট খলি; আন্তর্জাতিক এই তারকার আয় এবং মোট সম্পত্তির পরিমাণ শুনলে রীতিমতো চমকে যাবেন

Last Updated:
The Great Khali Net Worth: আন্ডারটেকার এবং জন সিনার মতো কুস্তিগীরদের রিংয়ে রীতিমতো ধরাশায়ী করেছেন খলি। ২০০৬ সালে ডব্লিউডব্লিউই-তে পা রেখেছিলেন দিলীপ সিং রাণা ওরফে দ্য গ্রেট খলি।
advertisement
1/7
নতুন করে চর্চায় দ্য গ্রেট খলি; এই তারকার আয় এবং মোট সম্পত্তির পরিমাণ কত?
ফের রিংয়ে প্রবেশ করতে চলেছেন ভারতীয় কুস্তিগীর দ্য গ্রেট খলি। সেই কারণে এখন সংবাদ শিরোনামে রয়েছেন এই প্রাক্তন ডব্লিউডব্লিউই কুস্তিগীর। আন্ডারটেকার এবং জন সিনার মতো কুস্তিগীরদের রিংয়ে রীতিমতো ধরাশায়ী করেছেন খলি। ২০০৬ সালে ডব্লিউডব্লিউই-তে পা রেখেছিলেন দিলীপ সিং রাণা ওরফে দ্য গ্রেট খলি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২৪ সালের হিসেব অনুযায়ী, ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই তারকার মোট সম্পত্তির পরিমাণ ৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭.১৭ কোটি টাকা।
advertisement
2/7
পেশাদার কুস্তিগীর হিসেবে অবসর নেওয়ার পর থেকে খলি বিজ্ঞাপন থেকে প্রচুর আয় করেন। তাঁর আয়ের উৎসও একাধিক। মূলত এটা তাঁর কঠোর পরিশ্রমেরই ফল। আর সবথেকে বড় কথা হল, তিনিই একমাত্র ভারতীয়, যিনি ডব্লিউডব্লিউই-তে জয়লাভ করেছেন।
advertisement
3/7
আসলে ডব্লিউডব্লিউই-তে পা রাখার কিছু সময়ের মধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন খলি। খুব শীঘ্রই তিনি একটা উচ্চতায় পৌঁছেছিলেন, যেখানে পৌঁছতে অন্য জায়ান্টদের কয়েক বছর সময় লেগে যায়। এখানেই শেষ নয়, রিংয়ে আন্ডারটেকার থেকে শুরু করে জন সিনার মতো তাবড় জায়ান্টদের পরাস্তও করেছেন তিনি। বর্তমানে একটি কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র চালান তিনি। ডব্লিউডব্লিউই-কে বিদায় জানানোর পরে বলিউড এবং হলিউড ছবিতে কাজও করেছেন খলি। তবে ডব্লিউডব্লিউই-তে প্রবেশ করার আগে খলি পঞ্জাব পুলিশে কাজ করতেন।
advertisement
4/7
প্রতিবেদনে বলা হয়েছে যে, বিজ্ঞাপন থেকে ১৮ কোটি টাকারও বেশি উপার্জন করেন দ্য গ্রেট খলি। এমনকী, অম্বুজা সিমেন্ট এবং মাইথন স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। এছাড়া হিমাচল প্রদেশ সরকার পরিচালিত প্লাস্টিক ফ্রি অভিযানেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডর খলি। ২০২২ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন তিনি। তবে কখনওই ভোটে লড়েননি। দ্য গ্রেট খলির স্ত্রীর নাম হরমিন্দর কৌর। ২০০২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তবে বিয়ের প্রায় ১২ বছর পর অর্থাৎ ২০১৪ সালে এক কন্যাসন্তান জন্মায় এই দম্পতির কোলে।
advertisement
5/7
হরমিন্দর বহুবার জানিয়েছেন যে, মেয়েকে বাবার মতোই কুস্তিগীর হিসেবে দেখতে চান তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় খলি। হামেশাই কন্যার সঙ্গে ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন।
advertisement
6/7
তবে বিশাল বপুর দ্য গ্রেট খলির খাদ্যাভ্যাস অনুমান করা কিন্তু অতটাও সহজ নয়। এক সাক্ষাৎকারে নিজের ডায়েট প্রকাশ্যে এনেছিলেন তিনি। জানিয়েছিলেন, প্রতিদিন ৫ কেজি করে মুরগির মাংস খান তিনি। এখানেই শেষ নয়, এক দিনে ৫০টিরও বেশি ডিম এবং ১০ কেজি দুধও সেবন করেন। চিকেন কারি আর এগ কারি তাঁর অত্যন্ত পছন্দের খাবার। এখানেই শেষ নয়, রান্নাবান্না করতেও বেজায় ভালবাসেন খলি। নিজেই মাঝেমধ্যে সুস্বাদু এবং পুষ্টিকর খাবারও রান্না করেন।
advertisement
7/7
১৯৭২ সালের ২৭ অগাস্ট হিমাচল প্রদেশের ধিরানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দিলীপ সিং রাণা। তাঁর বাবার নাম জ্বালা আর মায়ের নাম তান্ডি দেবী। নিঃসন্দেহে এটা বলাই যায় যে, খলি একজন আন্তর্জাতিক তারকা। যদিও এক সময় একটি রোড প্রোজেক্টে পাথর ভাঙার কাজও করেছেন।নিজে মা কালীর ভক্ত দ্য গ্রেট খলি। সেখান থেকেই তাঁর নাম হয়েছে খলি। এদিকে ডব্লিউডব্লিউই-তে অংশগ্রহণ করার পর নানা মানুষ একাধিক নাম দিয়েছিলেন এই তারকার। একজন তাঁর নাম দিয়েছিলেন জয়ন্ত সিং, অন্য একজন তাঁকে ভীম বলে ডেকেছিলেন। অনেকেই আবার ভগবান শিবের নামে নিজের নামকরণ করার পরামর্শ দিয়েছিলেন খলিকে। তবে এই সমস্ত নাম নাকচ করা হয়েছিল। পরে মা কালীর নামে ভক্তরা তাঁকে খলি বলে ডাকতে শুরু করেন।
বাংলা খবর/ছবি/খেলা/
The Great Khali Net Worth: নতুন করে চর্চায় দ্য গ্রেট খলি; আন্তর্জাতিক এই তারকার আয় এবং মোট সম্পত্তির পরিমাণ শুনলে রীতিমতো চমকে যাবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল