Sania Mirza Marriage : সানিয়া মির্জার আবার বিয়ে! দ্বিতীয় হবু বর টলিউড স্টার! টেনিস সুন্দরী হাবুডুবু খাচ্ছেন প্রেমে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sania Mirza Marriage Again- টলিউডের জনপ্রিয় এক নায়কের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সানিয়ার। জানা যাচ্ছে, সেই টলিউড তারকাকে ডেটিং করছেন টেনিস সুন্দরী। তবে এখনও হবু বরের ব্যাপারে একটি কথাও বলেননি ভারতীয় টেনিস সুন্দরী।
advertisement
1/6

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিচ্ছেদের পর, সানিয়া তাঁর ছেলের সঙ্গে দুবাইতে থাকেন। তাঁদের বিবাহবিচ্ছেদের পর থেকে শোয়েব অন্য জায়গায় চলে গেছেন এবং আবার বিয়েও করেছেন। তবে সানিয়া এতদিন ছেলেকে নিয়েই ছিলেন। এবার শোনা যাচ্ছে, সানিয়া নাকি আবার বিয়ে করতে চলেছেন! এর আগে তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন এবং ছেলের প্রতি দায়িত্বের উপর মনোযোগ দেবেন। তবে শেষমেশ তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেই খবর।
advertisement
2/6
২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সানিয়া টেনিস কোর্টে দাপিয়ে খেলেছেন। খেলার পাশাপাশি ব্যক্তিগত কারণেও বারবার শিরোনামে এসেছেন। এবার সেই সানিয়া আবার খবরের শিরোনামে। শোনা যাচ্ছে, তিনি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন।
advertisement
3/6
২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয় পাকিস্তানের প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকের। ১২ বছরের দাম্পত্যের পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে ছেলে ইজহান। সানিয়া এখন ছেলেকে নিয়ে দুবাইতে থাকেন। ওদিকে, শোয়েব আবার বিয়ে করেছেন।
advertisement
4/6
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানি গায়ক উমেইর জয়সওয়ালের সঙ্গেও সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল সানিয়ার। এই উমেইর আবার শোয়েবের বর্তমান স্ত্রী সানার প্রাক্তন স্বামী । তবে এখন শোনা যাচ্ছে, পাত্র নাকি টলিউড স্টার? অর্থাত্‍ তেলুগু ইন্ডাস্ট্রির কেউ।
advertisement
5/6
সূত্রের খবর, টলিউডের জনপ্রিয় এক নায়কের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সানিয়ার। জানা যাচ্ছে, সেই টলিউড তারকাকে ডেটিং করছেন টেনিস সুন্দরী। তবে এখনও হবু বরের ব্যাপারে একটি কথাও বলেননি ভারতীয় টেনিস সুন্দরী।
advertisement
6/6
এর আগেও সানিয়ার দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়েছিল। তবে সেবার সেই খবর সঠিক বলে প্রমাণিত হয়নি। এবারও সেই একই ইস্যু নিয়ে জোর জল্পনা। তা হলে কি সত্যিই সানিয়া আবার বিয়ে করছেন! হয়তো কয়েকদিনের মধ্যেই সত্যিটা জানা যাবে। তবে পাত্রের নাম-পরিচয় এখনও জানা যায়নি।