TRENDING:

Sania Mirza : সানিয়া মির্জার আইবুড়োভাত কি হয়ে গেল! বিয়ে তা হলে পাকা! টেনিস সুন্দরীর ভাইরাল ছবি

Last Updated:
Sania Mirza Viral Photos- ২০২৪ সালের গোড়ার দিকে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে সানিয়া ছেলেকে নিয়ে থাকবেন বলেই প্রাথমিকভাবে জানান। তবে সম্প্রতি তাঁর জীবনে কেউ একজন এসেছে বলে খবর। সম্প্রতি সানিয়ার একটি পোস্ট নিয়ে আবার জল্পনা। সানিয়া ১০টি পয়েন্টার দিয়েছেন ছবির সঙ্গে।
advertisement
1/6
সানিয়া মির্জার আইবুড়োভাত কি হয়ে গেল! বিয়ে তা হলে পাকা! টেনিস সুন্দরীর ভাইরাল ছবি
তা হলে কি সানিয়া মির্জার জীবনে শোয়েব মালিকের অধ্যায় সত্যি শেষ! ভারতের টেনিস সুন্দরীর বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরে হাজার জল্পনা। তা হলে শেষমেশ কি সত্যিই আবার নিকাহ্ করবেন সানিয়া! কয়েকটা ছবি নিয়ে আবার জল্পনা শুরু হয়ে গেল।
advertisement
2/6
২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সানিয়া টেনিস কোর্টে দাপিয়ে খেলেছেন। খেলার পাশাপাশি ব্যক্তিগত কারণেও বারবার শিরোনামে এসেছেন। এবার সেই সানিয়া আবার খবরের শিরোনামে। শোনা যাচ্ছে, তিনি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন। আর পাত্র হিসাবে যাঁর কথা শোনা যাচ্ছে তিনি নাকি দক্ষিণী সিনেমার কোনও এক তারকা।
advertisement
3/6
সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেছিলেন এবং ১৪ বছর ছিল তাঁদের বিবাহিত জীবন৷ সেই বিবাহিত জীবনে ইতি টেনেছেন দুজনে। শোয়েব আবার নিকাহ্ করেছেন। তবে সানিয়া এখন দুবাইতে থাকেন ছেলে ইজহানকে নিয়ে। সম্প্রতি তাঁর দ্বিতীয়বার বিয়ের খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/6
২০২৪ সালের গোড়ার দিকে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে সানিয়া ছেলেকে নিয়ে থাকবেন বলেই প্রাথমিকভাবে জানান। তবে সম্প্রতি তাঁর জীবনে কেউ একজন এসেছে বলে খবর। সম্প্রতি সানিয়ার একটি পোস্ট নিয়ে আবার জল্পনা। সানিয়া ১০টি পয়েন্টার দিয়েছেন ছবির সঙ্গে।
advertisement
5/6
তিনি একটি খাবারের থালির ছবিও পোস্ট করেছেন। তা দেখে অনেকে ভাবছেন, সানিয়ার আইবুড়োভাত হয়ে গিয়েছে! সানিয়ার থালিতে ছিল- লুচি, বেগুন ভাজা, ভাত-ডাল, দু'রকমের সবজি, তপসে ফ্রাই, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, কাজু-কিসমিস দিয়ে বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, রসলামালই, দই-চাটনি...
advertisement
6/6
আর বাবার সঙ্গে একটি ছবি দিয়ে সানিয়া লিখেছেন- জীবনের প্রধান পুরুষের সঙ্গে। তবে অনেকেরই মনে প্রশ্ন, ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সানিয়া কি এবার অন্য কারও সঙ্গে নতুন পথে চলবেন!
বাংলা খবর/ছবি/খেলা/
Sania Mirza : সানিয়া মির্জার আইবুড়োভাত কি হয়ে গেল! বিয়ে তা হলে পাকা! টেনিস সুন্দরীর ভাইরাল ছবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল