TRENDING:

Maria Sharapova: বারবার বয়ফ্রেন্ড বদল, ডোপিং-এর দায়ে নির্বাসন! শারাপোভা বরাবর থাকেন 'খবরে'

Last Updated:
Maria Sharapova: একের পর এক পুরুষ-সঙ্গ! শেষমেশ সম্পর্কে থিতু হলেন সুন্দরী মারিয়া শারাপোভা!
advertisement
1/8
বারবার বয়ফ্রেন্ড বদল, ডোপিং-এর দায়ে নির্বাসন! শারাপোভা বরাবর থাকেন 'খবরে'
প্রেমিক আলেকজান্ডার গিলকেস ও তাঁর ছোট্ট সংসারে এসেছে নতুন অতিথি। টেনিসের গ্ল্যামার কুইন মারিয়া শারাপোভা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
advertisement
2/8
টেনিস থেকে অবসর নিয়েছেন শারাপোভা। তবুও যেন তিনিই খবরে। হঠাত্ করেই জানিয়েছিলেন, তিনি প্রেগন্যান্ট! তার পর আর সমস্ত স্পটলাইট তাঁর উপর। এভাবেই বরাবর টেনিসের বাইরেও নিজের গ্ল্যামার কোশেন্ট ধরে রেখেছেন মাশা।
advertisement
3/8
তত্কালীন সোভিয়েত ইউনিয়নের ন্যাগান প্রদেশে ১৯৮৭ সালে মারিয়া শারাপোভার জন্ম। মস্কোয় এক টেনিস প্রশিক্ষণ শিবিরে মার্টিনা নাভ্রাতিলোভা লক্ষ্য করেন ছোট্ট মাশাকে।
advertisement
4/8
মার্টিনা নাভ্রাতিলোভাই প্রথম মাশার বাবাকে বলেছিলেন, মেয়েকে আমেরিকায় নিয়ে যেতে। ফ্লোরিডায় আইএমজি অ্যাকাডেমিতে মেয়েকে ভর্তি করেন শারাপোভার বাবা। আর নিজে দিনমজুরির কাজ শুরু করেন।
advertisement
5/8
টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ, স্লোভেনিয়ান বাস্কেটবল খেলোয়াড় সাশা ভুজাকিক, টেলিভিশন প্রোডিউসর চার্লি এবেরসোল, গায়ক অ্যাডাম লেভাইনের মতো একাধিক পুরুষ এসেছেন তাঁর জীবনে। বারবার পুরুষ-সঙ্গ বদলেছেন মাশা।
advertisement
6/8
বিতর্কও তাঁর পিছু ছাড়েনি। ডোপ করার দায়ে নির্বাসিতও হয়েছেন টেনিস জগতের অন্যতম সুন্দরী এই তারকা।
advertisement
7/8
ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে মারিয়া শারাপোভার সঙ্গে শেষ পর্যন্ত থিতু হয়েছেন মাশা। এখন তাঁরা মা-বাবা বলে কথা!
advertisement
8/8
শারাপোভা আগেই জানিয়েছিলেন, অবসরের পর জীবনের বেশিরভাগ সময়টা কাটাবেন পরিবারের লোকজনের সঙ্গে। এখন তিনি সেটাই করছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Maria Sharapova: বারবার বয়ফ্রেন্ড বদল, ডোপিং-এর দায়ে নির্বাসন! শারাপোভা বরাবর থাকেন 'খবরে'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল