আউট ছিলেন না কে এল রাহুল! বিরাট-রোহিতের তাণ্ডবে ছারখার নেদারল্যান্ডস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs Netherlands: রোহিতের পরামর্শ শুনলেন না রাহুল। ভারতের জয় অবশ্য আটকাল না।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি কে এল রাহুল। আর এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও বড় রান পেলেন না তিনি। যদিও এদিন কে এল রাহুল আউট ছিলেন না। রোহিতর পরামর্শ সত্ত্বেও রিভিউ না নিয়ে মাঠ ছাড়েন রাহুল। পরে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল।
advertisement
2/5
কে এল রাহুল রান না পেলেও অবশ্য রোহিত-বিরাটের তাণ্ডব চলল। ৩৯ বলে ৫৩ করলেন রোহিত শর্মা। বিরাট ৪৪ বলে ৬২।
advertisement
3/5
পাকিস্তান ম্যাচের পর এদিনও বিরাট কোহলি দুরন্ত খেললেন। রান পেলেন সূর্যকুমার যাদবও। করলেন ২৫ বলে ৫১। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে ২ উইকেটে ১৭৯ রান তোলে।
advertisement
4/5
অনেকেই হয়তো আশা করেছিলেন, নেদারল্যান্ডসের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জিতবে ভারতীয় দল। হলও তাই। ৫৬ রানে জিতল ভারত।
advertisement
5/5
ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল পেলেন ২টি করে উইকেট। মহম্মদ শামি পেলেন একটি।