Subhman Gill : ভারতের এক নম্বর তারকা অসুস্থ, বাড়িতে শুয়ে! এশিয়া কাপের আগে ধাক্কা, টিম ইন্ডিয়ার চাপ বাড়ছে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Subhman Gill- এশিয়া কাপে তিনিই ভারতের সহ–অধিনায়ক। টুর্নামেন্ট শুরু হতেও আর বেশিদিন বাকি নেই। তার মধ্যে গিলের অসুস্থতা চাপ বাড়িয়ে দিয়েছে টম ইন্ডিয়ার। শুভমানের কী হয়েছে তা নিয়েও কোনও আপডেট পাওয়া যায়নি।
advertisement
1/6

এশিয়া কাপের দলঘোষণার পরই আচমকা চাপ বাড়ল ভারতীয় দলের। অসুস্থ শুভমান গিল। এমনিতে মনে করা হয়েছিল, গিলকে এশিয়া কাপের দলে রাখা হবে না। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তাঁকে দলে রেখেছে।
advertisement
2/6
শুভমান গিল আপাতত চণ্ডীগড়ের বাড়িতে বিশ্রামে রয়েছেন। অসুস্থতার জন্য দলীপ ট্রফি থেকে ছিটকে গিয়েছেন তিনি। উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভারতীয় টেস্ট দলের অধিনায়কের। তবে সেটা আর হল না।
advertisement
3/6
এশিয়া কাপে তিনিই ভারতের সহ–অধিনায়ক। টুর্নামেন্ট শুরু হতেও আর বেশিদিন বাকি নেই। তার মধ্যে গিলের অসুস্থতা চাপ বাড়িয়ে দিয়েছে টম ইন্ডিয়ার। শুভমানের কী হয়েছে তা নিয়েও কোনও আপডেট পাওয়া যায়নি।
advertisement
4/6
ইংল্যান্ড সিরিজে সাড়ে সাতশোর বেশি রান করেছেন শুভমান। টেস্ট অধিনায়ক ইতিমধ্যে জনপ্রিয়তার শিখরে গিল। ফলে ভারতীয় দলে এখন তাঁর থাকা বা না থাকা বড় ফ্যাক্টর হয়ে যায়।
advertisement
5/6
২৯ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলীপ ট্রফি। তার মধ্যেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দলীপের শুধু প্রথম ম্যাচ খেলার কথা ছিল শুভমানের। সেই ম্যাচ তিনি খেলতে পারবেন না। তবে এশিয়া কাপ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। তার মধ্যে গিল সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যায়।
advertisement
6/6
উল্লেখ্য, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ১৮ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর ভারতীয় দলের আমিরশাহি পৌঁছে যাওয়ার কথা। আগামী বছরের টি–২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হবে টি–২০ ফরম্যাটে।