Shubman Gill: গ্রামের ছেলে ভারতের ক্যাপ্টেন! ভারত-পাকিস্তান সীমান্তে শুভমান গিল মানে 'শুবু পাজি'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shubman Gill: ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় স্কোয়াড। ১৮ জনের স্কোয়াড। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে পাঁচটি টেস্ট। সেই সিরিজে শুভমান গিল ক্যাপ্টেন।
advertisement
1/6

গ্রামের ছেলে এখন ভারতীয় দলের ক্যাপ্টেন। ভারত-পাক সীমান্তবর্তী ফাজিলকা জেলার ছোট্ট এক গ্রাম চক খেরেওয়ালা গ্রামে এখন চলছে মিষ্টি বিতরণ। গ্রামের ছেলেকে নিয়ে গ্রামবাসীর গর্বের শেষ নেই।
advertisement
2/6
সেই গ্রামে শুভমান গিলকে লোকজন চেনে শুবু পাজি বলে। ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হওয়া শুভমান গিলের পরিবার থাকে সেখানে।
advertisement
3/6
ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় স্কোয়াড। ১৮ জনের স্কোয়াড। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে পাঁচটি টেস্ট। সেই সিরিজে শুভমান গিল ক্যাপ্টেন। আর এমন খবর পেয়ে সীমান্তবর্তী গ্রামে খুশির হাওয়া।
advertisement
4/6
সেই গ্রামে শুভমানদের পরিবারের নামে ৬০ একরেরও বেশি জমি রয়েছে। সেখানে শুভমান ও তাঁর বাবা-মা থাকেন না। তবে শুভমানের পিসি, দাদু দিদার সিংরা। তাঁরাই ওই জমিজমার দেখাশোনা করেন।
advertisement
5/6
শুভমানের যখন ৭-৮ বছর বয়স, তখন তাঁর বাবা তাঁকে নিয়ে মোহালিতে চলে আসেন। উদ্দেশ্য ছিল ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলা। গ্রামে থাকলে ছেলে ক্রিকেটার হওয়ার জন্য পরিকাঠামো পেত না। তাই শহরে চলে আসা।
advertisement
6/6
এর পর শুভমান গিল অভ্যস্ত হয়েছে শহুরে জীবনে। ক্রিকেট অন্তপ্রাণ তিনি ও তাঁর বাবা। তবে গ্রামের সবার সঙ্গে তাঁদের যোগাযোগ অক্ষুন্ন রয়েছে। জানা যাচ্ছে, ফাজিলকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে শুভমানের নামে একটি স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।