BLM Movement Support By Team India: পাকিস্তান ম্যাচের আগে হাঁটু মুড়ে বসলেন রোহিত, বিরাটরা, মহত্ উদ্যোগ প্রশংসা পেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Team India Supports Black Live Matters: ভারতীয় দলের ক্রিকেটারদের এমন মহত্ উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিল।
advertisement
1/5

২০২০ সালে মার্কিন পুলিশের অকারণ অত্যাচারে প্রাণ হারিয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ফ্লয়েডের মৃত্যুর মুহূর্ত দেখার পর আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। তার পর থেকেই শুরু হয়েছিল #BlackLivesMatters আন্দোলন।
advertisement
2/5
ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার প্রতিজ্ঞা করেছিল গোটা বিশ্ব। আর এমন আন্দোলন খেলার মাঠেও প্রভাব ফেলে। এর আগে ইংল্যান্ডের ফুটবলাররা ম্যাচের আগে হাঁটু গেড়ে বসে #BlackLivesMatters আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এদিন রোহিত শর্মারা সেটাই করলেন।
advertisement
3/5
এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারলেও রোহিত, বিরাটদের এই আন্দোলনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। সারা বিশ্ব এখন একজোট হয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়ছে। বিরাট কোহলির টিম ইন্ডিয়াও তাতে শামিল হল।
advertisement
4/5
চলতি বিশ্বকাপে শনিবারের ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও একইভাবে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ সমর্থন করেছিলেন। এদিন কোহলিরাও তাই করলেন।
advertisement
5/5
রোহিত শর্মাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। এভাবে একটি মহত্ উদ্দেশ্যকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ব্যাপারে টিম ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।