TRENDING:

Rohit Sharma: 'ইংল্যান্ডের ভারতের কাছ থেকে শেখা উচিত'! অ্যাশেজ হার নিয়ে স্টোকসদের খোঁচা রোহিতের

Last Updated:
Rohit Sharma: অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিনটি টেস্টে হেরে চলতি অ্যাশেজ সিরিজ আগেই খুইয়েছে ইংল্যান্ড। ফলে বাকি দু’টি টেস্ট এখন কার্যত নিয়মরক্ষার লড়াই। এই পরিস্থিতিতে ইংল্যান্ডকে খোঁচা দিতে পিছপা হলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
advertisement
1/5
'ইংল্যান্ডের ভারতের কাছ থেকে শেখা উচিত'! অ্যাশেজ হার নিয়ে স্টোকসদের খোঁচা রোহিতের
অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিনটি টেস্টে হেরে চলতি অ্যাশেজ সিরিজ আগেই খুইয়েছে ইংল্যান্ড। ফলে বাকি দু’টি টেস্ট এখন কার্যত নিয়মরক্ষার লড়াই। এই পরিস্থিতিতে ইংল্যান্ডকে খোঁচা দিতে পিছপা হলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
advertisement
2/5
একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে রোহিত স্পষ্ট ভাষায় জানান, অস্ট্রেলিয়ার মাটিতে কী ভাবে জিততে হয়, তা ইংল্যান্ডের ভারতের কাছ থেকেই শেখা উচিত। তাঁর বক্তব্যে উঠে আসে ২০২০-২১ সালের ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফির প্রসঙ্গ।
advertisement
3/5
রোহিত স্মরণ করেন গাব্বা টেস্টের কথা, যেখানে টানা ৩২ বছর অপরাজিত থাকা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তিনি বলেন, ওই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ, যা জয়ের ভিত গড়ে দেয়।
advertisement
4/5
ভারতীয় দলের সেই সফরে একাধিক প্রথম সারির ক্রিকেটার চোট কিংবা অন্যান্য কারণে অনুপস্থিত ছিলেন। তবু তরুণ ও তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটিতে জয় ছিনিয়ে নেয় ভারত, যা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল।
advertisement
5/5
রোহিত আরও জানান, তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেন সাংবাদিক বৈঠকে এমন একটি মন্তব্য করেছিলেন, যা ভারতীয় দলকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছিল। সেই মানসিক দৃঢ়তাই গাব্বায় ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম চাবিকাঠি হয়ে উঠেছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma: 'ইংল্যান্ডের ভারতের কাছ থেকে শেখা উচিত'! অ্যাশেজ হার নিয়ে স্টোকসদের খোঁচা রোহিতের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল