ফাইনালের পরই অবসর টিম ইন্ডিয়ার ম্যাচ উইনারের! চার শব্দে বড় ঘোষণা মহাতারকার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Star Ravindra Jadeja Big Reaction On His Retirement: রোহিত শর্মা ও বিরাট কোহলির মতম রবীন্দ্র জাদেজার অবসর নিয়েও প্রতিযোগিতা শুরুর আগে থেকেই চলছিল জল্পনা। ফলে ফাইনাল শেষে জাদেজাকে নিয়েও কৌতুহল ছিল ফ্যানেদের।
advertisement
1/6

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাসে উইনিং শট এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ফাইনালে চাপের মুহূ্র্তে শেষের দিকে ৬ বলে ৯ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন জাড্ডু।
advertisement
2/6
এছাড়া বল হাতেও ফাইনালে দুরন্ত পারফর্ম করেছেন রবীন্দ্র জাদেজা। ১০ ওভার বোলিং করে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে কম ইকোনমিতে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন জাদেজা।
advertisement
3/6
রোহিত শর্মা ও বিরাট কোহলির মতম রবীন্দ্র জাদেজার অবসর নিয়েও প্রতিযোগিতা শুরুর আগে থেকেই চলছিল জল্পনা। ফলে ফাইনাল শেষে জাদেজাকে নিয়েও কৌতুহল ছিল ফ্যানেদের।
advertisement
4/6
রবিবারই জাদেজার শেষ ম্যাচ ছিল কিনা তা নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় কার্যত বড় ঘোষণা করে দিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। যেটা শোনার অপেক্ষায় গোটা দেশ ছিল, তাই বলেন জাড্ডু।
advertisement
5/6
সোমবার সোশ্যাল মিডিয়ায় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা লেখেন, “নো আননেসেসারি রিউমর্স, থ্যাঙ্কস।” অর্থাৎ, কোনও অপ্রয়োজনীয় গুজব ছড়াবেন না, ধন্যবাদ।
advertisement
6/6
সরাসরি না বললেও জাদেজার এহেন পোস্ট দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের মত, সরাসরি না বলেও রোহিত-বিরাটদের মতনই এখনই অবসর নিচ্ছেন না জাড্ডু। খেলতে পারেন ২০২৭ বিশ্বকাপে।