TRENDING:

Team India: টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! শীঘ্রই শক্তি বাড়ছে দলের! চিন্তা বাড়বে প্রতিপক্ষের

Last Updated:
Team India: খুব শীঘ্রই শক্তি আরও বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার। সবকিছু ঠিকঠাক হলে বাংলাদেশের বিুরুদ্ধে টেস্ট সিরিজেই সুখবর পেতে পারে দল ও ফ্যানেরা।
advertisement
1/10
টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! শীঘ্রই শক্তি বাড়ছে দলের! চিন্তা বাড়বে প্রতিপক্ষের
টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। সামনে এক বছরের মধ্যে আরও ২ আইসিসি ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। তারমধ্যে অন্যতম হল আইসিসি বিশ্ব টেস্ট চ্যানম্পিয়নশিপ বা টেস্ট বিশ্বকাপ জয়।
advertisement
2/10
গত দুবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠিয়ে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। এবার এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের লড়াইয়ে ফাইনাল খেলার অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। তবে সামনে কঠিন লড়াই রয়েছে ভারতের।
advertisement
3/10
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যোগ্যতা অর্জন করতে হলে এখনও ভারতীয় দলকে টপকাতে হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হার্ডল। বাংলাদেশ ও কিউইদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজেই ঠিক হবে ভারতের ভগ্য।
advertisement
4/10
তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইতে নামার আগে সুখবর রয়েছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। খুব শীঘ্রই শক্তি আরও বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার। সবকিছু ঠিকঠাক হলে বাংলাদেশের বিুরুদ্ধে টেস্ট সিরিজেই সুখবর পেতে পারে দল ও ফ্যানেরা।
advertisement
5/10
টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক আরও শক্তিশালী হতে চলেছে। দলে কামব্যাক করতে চলেছেন চোটের কারণে প্রায় আট মাসের বেশি মাস ধরে মাঠের বাইরে থাকা তারকা পেসার মহম্মদ শামি। গত বিশ্বকাপ ফাইনালের পর গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন শামি।
advertisement
6/10
গোড়ালির চোট নিয়েই গত বছর ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন শামি। ১৯ নভেম্বর ফাইনালের পর থেকে রয়েছেন মাঠের বাইরে। চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি। এবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শামি।
advertisement
7/10
মহম্মদ শামির ছোট বেলার কোচ বদরুদ্দিন জানিয়েছে News18-কে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন,"শামি বোলিং শুরু করেছে। তবে পুরো রান আপ বা পুরো কাত হয়ে ও বল করছে না। কিন্তু নেটে কোনও রকম অস্বস্তি ছাড়াই বল করছে ও। এটি একটি ভালো লক্ষণ।"
advertisement
8/10
তবে বিসিসিআই সূত্রে খবর, এনএসিএ-তে ধীরে ধীরে রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে মহম্মদ শামিকে সুস্থ করে তোলা হবে। দ্রুত মাঠে ফেরানোর কোনও ঝুঁকি নেওয়া হবে না। তবে শামি যেভাবে উন্নতি করছে তাতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
9/10
এই মুহূর্তে মোরাদাবাদে নিজের বাড়িতে রয়েছেন শামি। দিন কয়েক পর ফের জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে চলে যাবেন তিনি। এখনও পর্যন্ত যেরকম দ্রুত সেরে উঠছেন, আগস্টের শুরু থেকে পুরোদমে বোলিং করতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
10/10
প্রসঙ্গত, উল্লেখ্য, গত বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন শামি। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপে খেলারও আশা ছিল তাঁর। কিন্তু চোটের কারণে তা হয়নি। এবার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তারকা পেসার।
বাংলা খবর/ছবি/খেলা/
Team India: টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! শীঘ্রই শক্তি বাড়ছে দলের! চিন্তা বাড়বে প্রতিপক্ষের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল