TRENDING:

ভয়ে কাঁপবে প্রতিপক্ষ! চোখে দেখবে সর্ষে ফুল! এশিয়া কাপের আগে ভারতীয় দলে স্বস্তির খবর

Last Updated:
Team India Star Pacer Jasprit Bumrah Wants To Play In Asia Cup 2025: দেশের হয়ে আর একটি ট্রফি জেতার লক্ষ্যেই এবার এশিয়া কাপে অংশ নিতে চান বুমরাহ। তার মতো অভিজ্ঞ বোলারের ফেরা ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মত ক্রিকেটমহলের।
advertisement
1/5
ভয়ে কাঁপবে প্রতিপক্ষ! চোখে দেখবে সর্ষে ফুল! এশিয়া কাপের আগে ভারতীয় দলে স্বস্তির খবর
আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এ বার টি-২০ ফরম্যাটেই হবে এই প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই দলগুলির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হয়ে উঠেছে।
advertisement
2/5
ভারতীয় শিবিরের জন্য বড় স্বস্তির খবর, জসপ্রীত বুমরাহ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এবার তিনি নির্বাচকদের সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পুরো এশিয়া কাপে অংশ নিতে চান।
advertisement
3/5
বুমরাহের খেলার আগ্রহ জানার পর নির্বাচন প্রক্রিয়ায় তার বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। বোর্ড সূত্রে জানা গেছে, “বুমরাহ ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন তিনি এশিয়া কাপে খেলতে প্রস্তুত।” ১৯ অগস্ট দল বাছাইয়ের জন্য নির্বাচকেরা বৈঠকে বসবেন।
advertisement
4/5
ক্রিকেট বিশ্লেষকদের মতে, টেস্টে দীর্ঘ সময় বল করার চাপের তুলনায় টি-২০ ফরম্যাটে শারীরিক চাপ অনেক কম। প্রতি ম্যাচে মাত্র চার ওভার বল করতে হয়, তাই বুমরাহর মতো পেসারের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম।
advertisement
5/5
দেশের হয়ে আর একটি ট্রফি জেতার লক্ষ্যেই এবার এশিয়া কাপে অংশ নিতে চান বুমরাহ। তার মতো অভিজ্ঞ বোলারের ফেরা ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মত ক্রিকেটমহলের।
বাংলা খবর/ছবি/খেলা/
ভয়ে কাঁপবে প্রতিপক্ষ! চোখে দেখবে সর্ষে ফুল! এশিয়া কাপের আগে ভারতীয় দলে স্বস্তির খবর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল