Axar Patel: বরফের দেশে 'হানিমুন'! রোম্যান্স থেকে খুনশুটি, নানা মুডে ধরা দিলেন অক্ষর-মেহা 'প্যাটেল'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Axar Patel: ভ্যাকেশন মোডে রয়েছে ভারতীয় দল। এই সুযোগে স্ত্রীকে নিয়ে সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছেন অক্ষর প্যাটেল পৃথিবার ভূস্বর্গে অক্ষর ও মেহা প্যাটেলও কোয়ালিটি টাইম কাটাচ্ছেন।
advertisement
1/7

টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভ্যাকেশন মোডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সুযোগে স্ত্রীকে নিয়ে সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছেন অক্ষর প্যাটেল।
advertisement
2/7
ক্যারিবিয়ান সফরের আগে এক মাসের ছুটি। সেই সুযোগে ক্রিকেটাররা সকলেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অক্ষর ও মেহা প্যাটেলও কোয়ালিটি টাইম কাটাচ্ছেন।
advertisement
3/7
এই বছরের জানুয়ারি মাসেই বিয়ে হয় অক্ষর-মেহারা। টানা ক্রিকেট থাকার কারণে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি অক্ষরের। তবে এবার সুযোগ হাতছাড়া করেননি দুজনে।
advertisement
4/7
ভূস্বর্গকেই বেছে নিয়েছেন নিজেদের ডেস্টিনেশন হিসেবে। সেখানে গিয়ে নানা মুডে ধরা দিয়েছেন অক্ষর প্যাটেল ও মেহা প্যাটেল। রোমান্টিক ছবিও সামনে এসেছে তাদের।
advertisement
5/7
এছাড়া নিজেদের মধ্যে মজা, খুনশুটি করতেও দেখা গিয়েছে অক্ষর-মেহাকে। সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতি নিজেদের ভ্যাকেশন ট্রিপের একাধিক ছবি শেয়ার করেছেন।
advertisement
6/7
একটি পোস্টে মেহা লিখেছেন, অক্ষরের স্ত্রী তাঁর এক ইন্সটাগ্রাম পোস্টে ক্যাপশনে লেখেন, 'এ যেন পৃথিবীতে এক টুকরো স্বর্গ। সুইৎজারল্যান্ড তুমি আমার হৃদয়ে রয়েছো।'
advertisement
7/7
শুধু সুইৎজারল্যান্ড নয়, ইতালিতেও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অক্ষর প্যাটেল ও মেহা প্যাটেলের। বিয়ের পর প্রথম লম্বা ট্রিপ চুটিয়ে উপভোগ করছেন দুজনে।