IND vs AUS: শুধু ম্যাচ হার নয়! অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্ড গড়ল ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Set Multiple Unwanted Records Face Defeat In Ind vs Aus 2nd Test: দিন-রাতের টেস্টে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারেনি ভারতীয় দল। শুধু ম্যাত হারই নয়, অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্জও গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
advertisement
1/5

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা।
advertisement
2/5
দিন-রাতের টেস্টে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারেনি ভারতীয় দল। শুধু ম্যাত হারই নয়, অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্জও গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
advertisement
3/5
সব মিলিয়ে অ্যাডিলেডে খেলা হল ১৭১.২ ওভার। দিনে ৯০ ওভার করে ধরলে পুরো দুই দিনেরও খেলা হয়নি। এই ম্যাচই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময় শেষ হওয়া টেস্ট।
advertisement
4/5
২০১২ সালের পর থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটি টেস্টের উভয় ইনিংসেই দুশো রান গণ্ডি টপকাতে পারেনি, এমন ঘটনা এতদিন ঘটেনি। কিন্তু এবার অ্যাডিলেডে ঘটল সেটাই।
advertisement
5/5
অস্ট্রেলিয়া সফরে কোনও টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তারপরের টেস্টেই ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়নি ভারতীয় দলকেয যা ঘটলা এবারের সফরে।