Team India: কেরিয়ার শেষ ৫ ভারতীয় তারকা ক্রিকেটারের! অবসর ঘোষণা সময়ের অপেক্ষা? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
BCCI Central Contract: বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন একাধিক তারকা ক্রিকেটার। শুধমাত্র ইশান কিশান ও শ্রেয়স আইয়ারকে নিয়ে আলোচনা হলেও মোট ৯ জন তারকা ক্রিকেটার বাদ পড়েছেন চুক্তি থেকে। এদের মধ্যে ৫ জনের ক্রিকেট কেরিয়ার শেষ বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
1/6

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন একাধিক তারকা ক্রিকেটার। শুধমাত্র ইশান কিশান ও শ্রেয়স আইয়ারকে নিয়ে আলোচনা হলেও মোট ৯ জন তারকা ক্রিকেটার বাদ পড়েছেন চুক্তি থেকে। এদের মধ্যে ৫ জনের ক্রিকেট কেরিয়ার শেষ বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
2/6
চেতেশ্বর পুজারা: ঈশান বা শ্রেয়সের মত অবাধ্য় নন চেতেশ্র পুজারা। জাতীয় দলের বাইরে থাকলেও বোর্ডের নির্দেশ মেনে নিয়মিত খেলে গিয়েছেন ঘরোয়া ক্রিকেট। তবে বেশ কিছু সময় ধরে ভারতীয় দলের বাইরে পুজারা। পুজারার বয়সও ৩৬ পেরিয়েছে। ফলে আগামী দিনে আর সুযোগ পাবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। ইতিমধ্যেই নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া শুরু করেছে বিসিসিআই।
advertisement
3/6
অজিঙ্কা রাহানে: চেতেশ্বরপুজারার মতই এক বিষয় অজিঙ্কে রাহানের জন্য। অফ ফর্মে কারণে জাতীয় দল থেকে বাদ পড়ার পর আর নিয়মিত সুযোগ পাননি তিনি। রাহানের বয়সও ৩৫ পেরিয়েছে। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা ভাল ফর্মে নেই তিনি।
advertisement
4/6
শিখর ধওয়ান: শিখর ধওয়ান সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্বও দিচ্ছিলেন। তবে তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেওয়া প্রায় ২ বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে শিখর ধওয়ান। বয়সও ৩৮ পেরিয়ে গিয়েছে।
advertisement
5/6
উমেশ যাদব: ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদবও দীর্ঘ দিন ধরে সুযোগ পাচ্ছেন না। মাঝে শুধু টেস্ট দলে সুযোগ মিলছিল। এখনও টেস্ট দল থেকেও বাইরে। ৩৬ বছর পেরিয়ে গিয়েছে উমেশ যাদবের। ফলে এই বয়সে পেসার হিসেবে জাতীয় দলে ফেরাটা খুবই মুশকিল।
advertisement
6/6
দীপক চাহার: চোট ও পারফরম্যান্সে খরার কারণে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে ছিলেন দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরলেও ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। দীপক চাহারের কাছে সময় থাকলেও একাধিক পারফর্ম করা পেসারদের ভিড়ে তার দলে ফেরাটা মুশকিল।