5 Indian Players Test Career Come To An End: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের টেস্ট কেরিয়ার শেষ!তালিকায় সকলেই মহাতারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
These 5 Indian Cricketers Test Career May Come To An End: বর্তমানে মোট ৫ টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রয়েছে যাদের টেস্ট ক্রিকেটে আর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলে জায়গা হয়নি দলের ২ অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও অজিঙ্কে রাহানের। যার ফলে এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বর্তমানে মোট ৫ টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রয়েছে যাদের টেস্ট ক্রিকেটে আর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
2/6
চেতেশ্বর পূজারা: এক সময় টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডারে চেতেশ্বর পুজারাকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা হত। দীর্ঘ বছর সার্ভিসও দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে রান পাননি পুজারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ওযেস্ট উন্ডিজ সফরের পর দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় দরে জায়গা পাননি পুজারা। ফলে অনেকেই মনে করছেন পুজারার টেস্ট কেরিয়ার শেষ।
advertisement
3/6
অজিঙ্কা রাহানে: দেড় বছর ভারতীয় টেস্ট দলের বাইরে থাকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কামব্যাক করেছিলেন রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে নজরও কেড়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে নিরাশ করেন। দক্ষিণ আফ্রিকা সফরে দলে জায়গা পাননি রাহানে। বিসিসিআই নির্বাচকরা তরুণ ক্রিকেটার তুলে আনতে চাইছে। ফলে ভবিষ্যতে রাহানে দলে ফিরবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
4/6
ইশান্ত শর্মা: এক সময় টেস্ট ক্রিকেটে ভারতেপ প্রধান স্ট্রাইকিং বোলার ছিলেন ইশান্ত। বিদেশের উইকেটে ইশান্তের রয়েছে স্মরণীয় একাধিক স্পেল। ১০০ টেস্ট খেলার নজিরও রয়েছে ইশান্তের। কিন্তু দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের বাইরে ইশান্ত শর্মা। ফর্ম ও বয়স তার প্রধান কারণ। ইশান্ত শর্মার জন্য ভারতীয় দলের দরজা আর না খোলার সম্ভাবনাই বেশি।
advertisement
5/6
উমেশ যাদব: মাঝে একটা সময় ভারতীয় দলে জায়গা পেলেও রিজার্ভ বেঞ্চেই বেশিরভাগ সময় কাটাতে হত। শেষ কয়েকটি সিরিজে দলেও জায়গা হচ্ছে না অভিজ্ঞ পেসারের। পরবর্তী প্রজন্ম তৈরি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উমেশ যাদবের আগামী দিনেও দলে জায়গা পাওয়া কঠিন।
advertisement
6/6
ভুবনেশ্বর কুমার: শুধু টেস্ট ক্রিকেট নয়, দীর্ঘ সময় ধরে সাদা বলের ক্রিকেটেও ভারতীয় দলের বাইরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ২০২২ সালের পর আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যায়নি ভুবিকে। টেস্ট ক্রিকেটে যে তাঁর আর সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই, তা বলাই যায়।