IND vs AUS: অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় প্রাপ্তি হল ভারতের! কী পেল টিম ইন্ডিয়া?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্ট জিতে দুরন্ত কামব্যাক করল ভারতীয় দল। এত সহজে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জায়গা ছেড়ে দেবে না টিম ইন্ডিয়া, তা অস্ট্রেলিার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সঙ্গে বুঝিয়ে দিল ভারত।
advertisement
1/5

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান হারিয়েছিল ভারত। একইসঙ্গে কঠিন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফইনালের ওঠার পথ।
advertisement
2/5
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্ট জিতে দুরন্ত কামব্যাক করল ভারতীয় দল। এত সহজে ফাইনালের জায়গা ছেড়ে দেবে না টিম ইন্ডিয়া, তা অস্ট্রেলিার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সঙ্গে বুঝিয়ে দিল ভারত।
advertisement
3/5
পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানের সঙ্গে সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পুনরায় প্রথম স্থান দখল করল ভারতীয় দল। ফের দ্বিতীয় স্থানে নেমে আসল ব্যাগি গ্রিনরা।
advertisement
4/5
বর্তমানে ১৫ ম্যাচে ৯ জয়, ৫ হার, ১ ড্র, ৬১.১১ শতাংশ জয় নিয়ে শীর্ষস্থানে ভারত। ১৩ ম্যাচে ৮ জয়, ৪ হার, ১ ড্র, ৫৭.৬৯ শতাংশ জয় নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া দল। ৫৫.৫৬ শতাংশ জয় নিয়ে তৃতীয় শ্রীলঙ্কা, ৫৪.৫৫ শতাংশ জয় নিয়ে চতুর্থ নিউজিল্যান্ড, ৫৪.১৭ শতাংশ জয় নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা।
advertisement
5/5
ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুই দল যাবে তা এখনও নিশ্চিত নয়। ভারতের জায়গা পাকা করতে হলে অজি সফরে ৩-৪ টি টেস্ট জিততে হবে। আর তা নাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।