IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ভারতের অধিনায়ক বদল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহাচমক! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India May Get New Captain In India vs New Zealand Match In ICC Champions Trophy 2025: ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারতীয় দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে ভারত। এই ম্যাচে নতুন অধিনায়ক পেতে পারে ভারতীয় দল।
advertisement
1/6

পাকিস্তান ম্যাচে জয়ের পর ২ দিন বিশ্রামে ছিল টিম ইন্ডিয়া। বুধবার থেকে ফের অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারতীয় দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে ভারত।
advertisement
2/6
তবে বুধবার অনুশীলনে একটি বিষয় একটু হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ফ্যানেদের। আর তা হল রোহিত শর্মার চোট নিয়ে আশঙ্কা। অনুশীলনে অস্বস্তিতে দেখিয়েছে ভারত অধিনায়ককে।
advertisement
3/6
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিলো রোহিত শর্মার। দীর্ঘসময় ফিল্ডি করেন নি তিনি। ব্যাটিংয়ের সময়েও তাঁকে বেশি শর্ট রান নিতে দেখা যায়নি। সেই চোট এখনও রোহিতকে ভোগাচ্ছে কিনা বুধের অনুশীলন তুলে দিল সেই প্রশ্ন।
advertisement
4/6
ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ককে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। সূত্রের খবর আগামী ২ তারিখ রোহিতকে রিজার্ভ বেঞ্চে রেখেই মাঠে নামার ছক সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর।
advertisement
5/6
রোহিত শর্মাকে বিশ্রাম দিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিল ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারে। ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার আঠাশতম অধিনায়ক হতে পারেন শুভমান গিল।
advertisement
6/6
তবে, অসুস্থতার কারণে বুধবার অনুশীলনে আসেননি শুভমান গিলও। তবে তা খুব গুরুতর নয় বলে জানা গিয়েছে। ম্য়াচের আগে গিলের ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে রোহিতকে বিশ্রাম দিলে গিলের অধিনায়ক হওয়া সময়ের অপেক্ষা।