IND vs ENG: পাল্টে গেল সব অঙ্ক! কে কে পড়ল বাদ? লর্ডসে কোন ১১ জনকে নামাচ্ছে ভারত!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd Test: দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয়ের পরও লর্ডসে ভারতীয় দলের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। কারণ জসপ্রীত বুমরাহের ফেরা সহ একাধিক নতুন সমীকরণ সামনে এসেছে।
advertisement
1/8

১০ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। লিডসে ইংল্যান্ড জয় দিয়ে শুরু করলেও বার্মিংহামে দুরন্ত কামব্যাক করে ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। লর্ডসে সিরিজে লিড নিতে মরিয়া দুই দল।
advertisement
2/8
দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয়ের পরও লর্ডসে ভারতীয় দলের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। কারণ জসপ্রীত বুমরাহের ফেরা সহ একাধিক নতুন সমীকরণ সামনে এসেছে। যার ফলে তৃতীয় টেস্টে ভারতীয় দল প্রথম একাদশে একাধিক চমক দিতে পারে।
advertisement
3/8
বিশ্বের নম্বর ১ টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ'র দলে ফেরা নিশ্চিত। ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল রবিবার ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে বুমরাহর প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩১ বছর বয়সী আহমেদাবাদের এই পেসার বার্মিংহাম টেস্টে নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অংশ নেননি।
advertisement
4/8
বুমরাহের অনুপস্থিতিতে আকাশ দীপ খেলেছেন এবং প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে মোট ১০টি উইকেট শিকার করেছেন। ২৭ বছর বয়সী বিহারের এই পেসার সিরিজের বাকি তিন ম্যাচের জন্য নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ফলে, বুমরাহর তৃতীয় টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হওয়া একপ্রকার নিশ্চিত।
advertisement
5/8
প্রসিদ্ধ ছাড়াও অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি এবং করুণ নায়ার লর্ডস টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। নিতীশের বদলে কুলদীপ যাদব অথবা অর্শদীপ সিং তৃতীয় টেস্টে খেলতে পারেন। বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিল নিতীশকে বল করতে ডাকেননি এবং ব্যাটিংয়েও তিনি উভয় ইনিংসে মাত্র ১ রান করেছিলেন।
advertisement
6/8
কুলদীপ অথবা অর্শদীপের অন্তর্ভুক্তিতে ভারতের বোলিং ইউনিট আরও শক্তিশালী হবে। রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর তাদের ব্যাটিং পারফরম্যান্সে দ্বিতীয় টেস্টে প্রভাব বিস্তার করেছেন। ফলে, তিন অলরাউন্ডার খেলানোর বদলে একজন বিশেষজ্ঞ বোলার খেলানো বেশি কার্যকর হতে পারে।
advertisement
7/8
করুণ নায়ার প্রথম টেস্টে ০ এবং ২০ রান, এবং দ্বিতীয় টেস্টে ৩১ ও ২৬ রান করেছেন। তাঁকে বসিয়ে ফের বি সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হতে পারে, যদিও এ সম্ভাবনা কিছুটা কম। তবে ধ্রুব জুরেল এবং অভিমন্যু ঈশ্বরণও ভারতের ১৮ সদস্যের দলে আছেন, তাঁদের নামেও চিন্তা-ভাবনা হতে পারে।
advertisement
8/8
তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার/সাই সুদর্শন/অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব/অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, এবং জসপ্রিত বুমরাহ।