পুরনো অভ্যাস বদলাননি গম্ভীর! ইডেন টেস্টের আগে কালীঘাটে পুজো দিলেন ভারতীয় কোচ
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Gautam Gambhir Visit Kalighat Temple Ahead Of IND vs SA 1st Test: আইপিএলে কেকেআরের মেন্টর থাকাকালীন হোক আর ভারতীয় দলের কোচ থাকাকালীন হোক, কলকাতায় আসলে কালীঘাট মন্দিরে পুজো দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন গৌতম গম্ভীর।
advertisement
1/5

আইপিএলে কেকেআরের মেন্টর থাকাকালীন হোক আর ভারতীয় দলের কোচ থাকাকালীন হোক, কলকাতায় আসলে কালীঘাট মন্দিরে পুজো দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন গৌতম গম্ভীর।
advertisement
2/5
তবে এবার কলকাতায় এলেও গম্ভীরের কালীঘাটে পুজো দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ দিল্লি বিস্ফোরণ। নিরাপত্তার কারণে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পুজো দেওয়া হবে না গম্ভীরের।
advertisement
3/5
কিন্তু কলকাতা গম্ভীর আসবেন আর তার দলের সাফল্যে কামনায় কালীঘীটে যাবেন না তা আবার হয় নাকি। আঁটোসাটো নিরাপত্তার মধ্যেই কালীঘাটে গিয়ে পুজো দিলেন গম্ভীর।
advertisement
4/5
মঙ্গলবার বিকেল চারটে ২০ নাগাদ গৌতম গম্ভীর তাঁর ব্যক্তিগত সহকারি গৌরব আরোরাকে সঙ্গে করে কালীঘাট মন্দিরে প্রবেশ করেন। ২০-২৫ মিনিটে পুজো দিয়ে তিনি বেরিয়ে যান।
advertisement
5/5
প্রসঙ্গত, ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। গম্ভীরের কোচিংয়ে ভারতের টেস্ট রেকর্ড এখনও আহামরি নয়। দক্ষিণ আফ্রিকা সফরে দলের ভালো ফলের কামনায় ভারতীয় কোচ।