‘অনেক হয়েছে, এবার ওঁকে ওয়ান ডে থেকে বাদ দিন’, ফাইনালে হারের পর এই ক্রিকেটারের উপর ক্ষিপ্ত দর্শকরা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Team India Flop Player: সবচেয়ে বেশি কথা হচ্ছে টিম ইন্ডিয়ার একজনকে নিয়েই। অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর ভরসা রেখেছিলেন। বার বার সুযোগ দিয়েছেন টিমে। আত্মবিশ্বাস জুগিয়েছেন। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই।
advertisement
1/6

বিশ্বকাপ ফাইনালের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু শোকের আবহ এখনও কাটেনি। লিগ পর্যায়ে টানা ৯ ম্যাচ জেতে ভারত। সেমিফাইনালেও অপরাজিত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় মেনে নিতে পারছে না দেশবাসী। চলছে হা-হুতাশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই।২০১৪ সাল থেকে এমনটাই চলছে।
advertisement
2/6
আইসিসি টুর্নামেন্ট মানেই যেন নাকানি-চোবানি খাবে টিম ইন্ডিয়া। নকআউটে হার রুটিন হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। কাপ আর ঘরে ওঠেনি। ২০২৩ বিশ্বকাপেও সেই একই জিনিস। ফাইনালে পৌঁছেই ভরাডুবি তারকাখচিত টিম ইন্ডিয়ার। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ছক্কা – ভারতীয় ক্রিকেটারদের ঝুলিতে। রেকর্ডের ছড়াছড়ি।
advertisement
3/6
কিন্তু কাপ অধরা থেকে গিয়েছে। তারকা ক্রিকেটারদের কেউই ভারতকে আইসিসি টুর্নামেন্ট জেতাতে পারেননি। কিন্তু সবচেয়ে বেশি কথা হচ্ছে টিম ইন্ডিয়ার একজনকে নিয়েই। অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর ভরসা রেখেছিলেন। বার বার সুযোগ দিয়েছেন টিমে। আত্মবিশ্বাস জুগিয়েছেন।
advertisement
4/6
কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। তিনি আর কেউ নন, সূর্যকুমার যাদব। টি২০-তে তিনি যতটা সফল, ওয়ান ডে-তে ঠিক ততটাই ব্যর্থ।ফাইনালে তখন ধুঁকছে ভারত। বিরাট, জাদেজা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ৩৬ তম ওভারে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। নিজেকে প্রমাণ করার আদর্শ পরিবেশ।
advertisement
5/6
এমন পরিস্থিতি থেকে টি২০-র বহু ম্যাচে বড় রান করেছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী যে হল! ব্যাটিং দেখে মনে হল, কীভাবে বাউন্ডারি মারতে হয় ভুলেই গিয়েছেন সূর্যকুমার। ডেথ ওভারে কুলদীপ ক্রিজে আসার পরেও সিঙ্গল নিয়ে গেলেন সূর্য। কুলদীপ বরং বড় শট মারার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত ২৮ বলে ১৮ রান করেন সূর্য। ইনিংসে মাত্র একটা বাউন্ডারি।
advertisement
6/6
ওভার বাউন্ডারির নাম-গন্ধ নেই। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। মোট রান ১০৬। গড় ১৭। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে ৪৯ রান করেন। এটা ছাড়া বলার মতো ইনিংস আর নেই। বাকি ম্যাচগুলোতে ২৫-এর বেশি রানও তুলতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ব্যাপক ট্রোলড হচ্ছেন সূর্যকুমার। অনেকেই বলছেন, টি২০-তেই ঠিক আছে। ওয়ান ডে-তে আর ওঁকে দলে নেওয়া ঠিক হবে না। দাবি উঠছে, সূর্যকুমারের বদলে নতুন খেলোয়াড়দের জায়গা দেওয়া হোক।