TRENDING:

Sana Ganguly: সানা প্রেম করলে মেনে নেবেন? সৌরভ উত্তরে যা বলেন, শুনলে চোখ কপালে উঠবে আপনার

Last Updated:
Sana Ganguly- সেদিনের ছোট্ট সানা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে এখন লন্ডনে চাকরি করেন। পড়াশোনা লন্ডনেই, তার পর সেখানেই চাকরি করতে শুরু করেন সানা গঙ্গোপাধ্যায়।
advertisement
1/6
সানা প্রেম করলে মেনে নেবেন? সৌরভ উত্তরে যা বলেন, শুনলে চোখ কপালে উঠবে আপনার
সেদিনের ছোট্ট সানা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে এখন লন্ডনে চাকরি করেন। পড়াশোনা লন্ডনেই, তার পর সেখানেই চাকরি করতে শুরু করেন সানা গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেতেন, আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত। কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানার জীবন৷ নিজের দায়িত্ব এখন সব পালন করেন সানা। ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরতা তিনি৷ ফলে অফিসের চাপও সামলাতে হয়।
advertisement
3/6
অনেকেই জানেন, ১৯৯৬ সালে গোপনে রেজিস্ট্রি করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। প্রথমে দুই পরিবারের অমত ছিল। তবে পরবর্তীতে দুই পরিবার মেনে নেয়। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে সৌরভ ও সানার সামাজিক বিয়ে হয়। ২০০১ সালের নভেম্বর মাসে ডোনা জন্ম দেন সানার।
advertisement
4/6
২৪ বছরের সানা এখন লন্ডনে থাকেন। বাবা-মায়ের থেকে দূরে। মোটা মাইনের চাকরি করছেন সেখানে। মেয়ে বাইরে থাকলেও কিন্তু বাবার কড়া নজর থাকে। আর সেটা সৌরভ নিজেই জানিয়েছিলেন। একবার দাদাগিরিতে অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায় সৌরভের কাছে জানতে চান, ‘ আচ্ছা দাদা ধরুন, সানা যদি বিয়ে করতে চায়, তা হলে কি অ্য়ারেঞ্জ ম্যারেজ করবে নাকি লাভ ম্যারেজ?’ বছর পাঁচ আগের সেই ভিডিও আবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
5/6
সৌরভ সেদিন বলেছিলেন, ও এখন সবে ১৮। আমি ওকে বলে দিয়েছি আশেপাশে যদি কাউকে দেখা যায়, বাবা পেদিয়ে ছত্রাকার করে দেবে।’ সৌরভ আরও বলেন, ‘বাবা সব করতে পারবে। মেয়ে পারবে না’।
advertisement
6/6
উল্লেখ্য, লন্ডনে UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিত স্নাতক পাশ করেছেন সানা গঙ্গোপাধ্যায়। এখন তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করছেন। কলকাতায় লোরেটো হাউস স্কুলে পড়াশোনা সানার। আইএসসি-তে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৮ শতাংশ। তার পরই লন্ডনে পাড়ি দেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
Sana Ganguly: সানা প্রেম করলে মেনে নেবেন? সৌরভ উত্তরে যা বলেন, শুনলে চোখ কপালে উঠবে আপনার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল