Sana Ganguly: সানা প্রেম করলে মেনে নেবেন? সৌরভ উত্তরে যা বলেন, শুনলে চোখ কপালে উঠবে আপনার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sana Ganguly- সেদিনের ছোট্ট সানা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে এখন লন্ডনে চাকরি করেন। পড়াশোনা লন্ডনেই, তার পর সেখানেই চাকরি করতে শুরু করেন সানা গঙ্গোপাধ্যায়।
advertisement
1/6

সেদিনের ছোট্ট সানা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে এখন লন্ডনে চাকরি করেন। পড়াশোনা লন্ডনেই, তার পর সেখানেই চাকরি করতে শুরু করেন সানা গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেতেন, আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত। কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানার জীবন৷ নিজের দায়িত্ব এখন সব পালন করেন সানা। ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরতা তিনি৷ ফলে অফিসের চাপও সামলাতে হয়।
advertisement
3/6
অনেকেই জানেন, ১৯৯৬ সালে গোপনে রেজিস্ট্রি করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। প্রথমে দুই পরিবারের অমত ছিল। তবে পরবর্তীতে দুই পরিবার মেনে নেয়। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে সৌরভ ও সানার সামাজিক বিয়ে হয়। ২০০১ সালের নভেম্বর মাসে ডোনা জন্ম দেন সানার।
advertisement
4/6
২৪ বছরের সানা এখন লন্ডনে থাকেন। বাবা-মায়ের থেকে দূরে। মোটা মাইনের চাকরি করছেন সেখানে। মেয়ে বাইরে থাকলেও কিন্তু বাবার কড়া নজর থাকে। আর সেটা সৌরভ নিজেই জানিয়েছিলেন। একবার দাদাগিরিতে অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায় সৌরভের কাছে জানতে চান, ‘ আচ্ছা দাদা ধরুন, সানা যদি বিয়ে করতে চায়, তা হলে কি অ্য়ারেঞ্জ ম্যারেজ করবে নাকি লাভ ম্যারেজ?’ বছর পাঁচ আগের সেই ভিডিও আবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
5/6
সৌরভ সেদিন বলেছিলেন, ও এখন সবে ১৮। আমি ওকে বলে দিয়েছি আশেপাশে যদি কাউকে দেখা যায়, বাবা পেদিয়ে ছত্রাকার করে দেবে।’ সৌরভ আরও বলেন, ‘বাবা সব করতে পারবে। মেয়ে পারবে না’।
advertisement
6/6
উল্লেখ্য, লন্ডনে UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিত স্নাতক পাশ করেছেন সানা গঙ্গোপাধ্যায়। এখন তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করছেন। কলকাতায় লোরেটো হাউস স্কুলে পড়াশোনা সানার। আইএসসি-তে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৮ শতাংশ। তার পরই লন্ডনে পাড়ি দেন তিনি।