TRENDING:

Indian Cricket Team|BCCI: অভিনেত্রী, মডেল, Dancer! এই ক্রিকেটারদের বোনেরা সোশ্যাল মিডিয়ায় সুপারহিট

Last Updated:
Indian Cricket Team|Team India|BCCI|Virat Kohli|Rishabh Pant|Deepak Chahar|Rohit Sharma|Ritika Sajhdeh|Yuvraj Singh|Shreyas Iyer|Sakshi Pant|Bhawna Kohli Dhingna|Malti Chahar|Sports: এই ক্রিকেটারদের বোনেরা সোশ্যাল মিডিয়ায় সুপারহিট! অভিনেত্রী, মডেল, Dancer
advertisement
1/5
অভিনেত্রী, মডেল, Dancer! এই ক্রিকেটারদের বোনেরা সোশ্যাল মিডিয়ায় সুপারহিট
ঋষভ পন্থের (Rishabh Pant) বোন সাক্ষী পন্থ (Sakshi Pant) তাঁর বোনের মত অত্যন্ত স্টাইলিশ ৷ যখন ফিটনেস বজায় রাখতে সাক্ষী পন্থ (Sakshi Pant) ১৯ কেজি ওজন ঝরিয়েছিলেন সেই সময়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করেছিল ৷ ইনস্টাগ্রামে সাক্ষী পন্থের লক্ষেরও বেসি ফলোয়ার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar) ও রাহুল চাহারের (Rahul Chahar) বোন মালতি চাহার (Malti Chahar) পেশায় অভিনেত্রী ও মডেল ৷ নিজের সৌন্দর্যে সোশ্যাল মিডিয়ায় বারেবারে ঝড় তোলেন তিনি ৷ ডোয়েন ব্রাভোর সঙ্গে জনপ্রিয় গান রান দ্য ওয়াল্ডে অভিনয় করেছিলেন ৷ বর্তমানে তামিল ইন্ডাস্ট্রিতে জীবন শুরুর পথে ৷ ইনস্টাগ্রামে ৬ লক্ষেরও বেশি ফলোয়ার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) দিদি ভাবনা কোহলির (Bhawna Kohli) সঙ্গে বন্ডিং অত্যন্ত ভালই ৷ ভাবনা কোহলি তাঁর লেখাপড়া দিল্লির হংসরাজ মডেল স্কুল ও দৌলত রাম কলেজে করেছেন ৷ ভাবনার বিয়ে সঞ্জয় ধিঙ্গনার (Sanjay Dhingra) সঙ্গে হয়েছে ৷ ভাবনা ও আয়ুষ তাঁদের দুই সন্তান ৷ ইনস্টাগ্রামে তাঁর এক লক্ষ ২১ হাজারেরও বেশি ফলোয়ার সংখ্যা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
ভারতীয় ক্রিকেট দলের টি ২০ ও একদিনের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী ঋত্ত্বিকা সচদেহ (Ritika Sajdeh) প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)-এর পাতানো বোন ৷ অনেকেই মনে করেন যুবরাজ রোহিত ও ঋত্ত্বিকাকে ইনস্টাগ্রামে পরিচয় করিয়েছিলেন ৷ ঋতিকা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ইনস্টাগ্রামে ২.১ মিলিয়ন ফলোয়ার আছে রোহিত শর্মার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) ছোট বোন শ্রেষ্ঠা আইয়ার (Shresta Iyer) তাই ভাইয়ের মত রসিক স্বভাবের ৷ তিনি পেশায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও মানুষ অত্যন্ত পছন্দ করেন ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২১ হাজারেরও বেশি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
বাংলা খবর/ছবি/খেলা/
Indian Cricket Team|BCCI: অভিনেত্রী, মডেল, Dancer! এই ক্রিকেটারদের বোনেরা সোশ্যাল মিডিয়ায় সুপারহিট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল