Smriti Mandhana : 'কেমন জীবনসঙ্গী পছন্দ?', স্মৃতি মন্ধানা নিজের মনের কথা বলেছিলেন...হবু বরের ঘনিষ্ঠ চ্যাট ফাঁস হতেই সেই কথা ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana : এরই মধ্যে স্মৃতি মন্ধানার পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসেছিলেন স্মৃতি। সেখানে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, কেমন জীবনসঙ্গী পছন্দ আপনার?
advertisement
1/6

বিয়ে কি তা হলে আর হবে না! পলাশ মুচ্ছল-স্মৃতি মন্ধানার বিয়ের জট যেন আর কাটছে না! বিয়ের আগের রাতে পলাশ এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট করেন। আর সেই চ্যাট-এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার পর থেকেই স্মৃতি-পলাশের বিয়ের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছে।
advertisement
2/6
মেরি ডিকোস্টা নামের এই মহিলার সঙ্গে ঘনিষ্ট চ্যাট করে ফেলেন পলাশ। আর তার পর থেকেই স্মৃতির সঙ্গে পলাশের বিয়ে ভাঙার পরিস্থিতি। সেই মহিলাকে অভিজাত হোটেলে সাঁতারের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। বলেছিলেন আরও বেশ কিছু ঘনিষ্ঠ কথা।
advertisement
3/6
বিয়ের অনুষ্ঠানের মাঝে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতি মান্ধানার বাবা। তার পরই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল। এমন পরিস্থিতিতে বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন স্মৃতি। তার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, স্মৃতির বিয়ের পরবর্তী তারিখ তবে কবে! বিয়ে নিয়ে কি অন্য কোনও সমস্যা হয়েছে! এসবের মাঝে চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল।
advertisement
4/6
এরই মধ্যে স্মৃতি মন্ধানার পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসেছিলেন স্মৃতি। সেখানে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, কেমন জীবনসঙ্গী পছন্দ আপনার?
advertisement
5/6
স্মৃতি সেদিন উত্তরে বলেছিলেন, এমন একটা প্রশ্ন কেউ করবেন তা ভাবিনি। আমার একটাই প্রত্যাশা। সেই মানুষটা যেন ভাল হয়!
advertisement
6/6
এর পর অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন ভারতীয় ক্রিকেটার স্মৃতিকে বলেন, জীবনসঙ্গী সম্পর্কে তিনি যেন আরেকটু বিস্তারিতভাবে বলেন! স্মৃতি এর পর বলেন, একটু যত্নশীল হতে হবে। আমাকে আর আমার পেশার ব্যাপারে বুঝতে হবে। ক্রিকেটের জন্য আমি ওকে খুব বেশি সময় দিতে পারব না। এটা বোঝাই সব থেকে বড় ব্যাপার হবে।