IND vs AUS: অবসরের দিন ঠিক করে ফেলেছেন রোহিত শর্মা! ভারত অধিনায়ক নিয়ে বড় আপডেট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: ২২ গজে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। শেষ ৬টি টেস্টে জাতীয় দলকে নেতৃত্বে দিয়ে আসেনি একটিও জয়। হার ৫টি ড্র একটি।
advertisement
1/7

২২ গজে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। শেষ ৬টি টেস্টে জাতীয় দলকে নেতৃত্বে দিয়ে আসেনি একটিও জয়। হার ৫টি ড্র একটি।
advertisement
2/7
ঘরের কিউউদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরেও আর সিরিজ জেতার সুযোগ নেই। শেষ টেস্ট জিতলে ড্র হতে পারে সিরিজ। রয়েছে হারের আতঙ্ক।
advertisement
3/7
ব্যাট হাতেও চেনা ছন্দে নেই রোহিত শর্মা। গত সেপ্টেম্বর থেকে ১৫টি ইনিংসে তাঁর সংগ্রহ ১৬৪ রান। অজিদের বিরুদ্ধে সিরিজে ৫ ইনিংসে রোহিতের স্কোর ৩,৬,১০, ৩,৯।
advertisement
4/7
অধিনায়ক হিসেবেও তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। এমনকী তাঁর অবসর নেওয়া উচিত বলেও মনে করছেন অনেকেই। সূত্রের খবর, রোহিতও নাকি টেস্ট অবসরের দিন ঠিক করে ফেলেছে।
advertisement
5/7
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোর্ডের সঙ্গে অবসর নিয়ে আলোচনা করেছেন রোহিত শর্মা। সিডনি টেস্টের পরই অবসর ঘোষণা করতে পারেন ভারত অধিনায়ক।
advertisement
6/7
রোহিত শর্মা নিজেও মেলবোর্ন টেস্টের পর সাংবাদিক বৈঠকে ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন। বলেছেন,"অনেক কিছুই করার চেষ্টা করছি। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানসিক ভাবে হতাশ। ব্যক্তিগত কয়েকটা জিনিস নিয়ে ভাবছি। দেখা যাক কী হয়। আর একটা ম্যাচ বাকি। ভাল খেললে সিরিজ় ড্র হবে।"
advertisement
7/7
তবে পুরোপুরি ক্রিকেট ছাড়া পরিকল্পনা এখনই নেই রোহিতের। টি-২০ থেকে আগেই অবসর নিয়েছেন। টেস্ট থেকে নেবেন কিনা সেটাই দেখার। ওডিআই ক্রিকেট খেলবেন ভারত অধিনায়ক।