TRENDING:

এগিয়ে আসছে কোহলির অবসরের দিন! তালিকায় রয়েছেন আরও অনেক তারকা

Last Updated:
T20 World Cup 2022: একা বিরাট কোহলি নন, আর কয়েকদিনের মধ্যে অবসর ঘোষণা করতে পারেন এই তারকারাও।
advertisement
1/7
এগিয়ে আসছে কোহলির অবসরের দিন! তালিকায় রয়েছেন আরও অনেক তারকা
সামনেই টি-২০ বিশ্বকাপ। অনেকেই আন্দাজ করছেন, তার পরই বিশ্ব ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটার টি-২০ থেকে অবসর নেবেন। এই তালিকায় উপরের দিকে রয়েছেন মহাম্মদ নবি। আফগানিস্তানের ৩৭ বছর বয়সী মহাম্মদ নবি এখনও পর্যন্ত মোট ১০১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার নবির স্ট্রাইক রেট ১৪০.৩৭। ছোট ফরম্যাটে ১৬৬৯ রান করেছেন। নিয়েছেন ৮৭টি উইকেট।
advertisement
2/7
অ্যারন ফিঞ্চ - অস্ট্রেলিয়ার ৩৫ বছর বয়সী অ্যারন ফিঞ্চ সাদা বলের ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। গত বছর টুর্নামেন্টে দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি। ফিঞ্চের জাতীয় দলে অভিষেক হয় ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফিঞ্চ এখনও পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন। তিনি মূলত সীমিত ওভারের ক্রিকেট খেলেন। সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন ফিঞ্চ। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটকেও বিদায় জানাতে পারেন তিনি।
advertisement
3/7
ডেভিড ওযার্নার- তাঁরও বয়স ৩৫। ২০০৯ সালে তাঁর অভিষেক হয়। তিনিও এবার অবসরের সিদ্ধান্ত নিতে পারেন।
advertisement
4/7
বিরাট কোহলিঃ আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজারের বেশি রান। ৭১টি সেঞ্চুরি। বিরাট কোহলি কিন্তু টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে পারেন বলে খবর। ছোট ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তিনি।
advertisement
5/7
শাকিব আল হাসান- বাংলাদেশের সর্বকালের অন্যচম সেরা অলরাউন্ডার তিনি। সেই শাকিব আল হাসান টি-২০ বিশ্বকাপের পরই অবসর ঘোষণা করতে পারেন।
advertisement
6/7
মার্চিন গাপ্তিল- নিউজিল্যান্ডের এই তারকার বয়স ৩৬। এখনও তিনি দেশের জার্সিতে বিশ্বকাপ জেতেননি। গাপ্তিল টি-২০ বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন।
advertisement
7/7
টিম সাউদি- ২০০৮ সালে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার টিম সাউদির। টি-২০ ক্রিকেটে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। বিশ্বকাপের পর তিনি বড় ঘোষণা করতে পারেন।
বাংলা খবর/ছবি/খেলা/
এগিয়ে আসছে কোহলির অবসরের দিন! তালিকায় রয়েছেন আরও অনেক তারকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল