T20 World Cup 2024 Team India: টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! ফিরবে অতীতের স্মৃতি? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগেই হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী। আসন্ন টি-২০ বিশ্বকাপে কোন ভারতীয় তারকা ছয় মেরে দেশকে বিশ্বকাপ জেতাবে তা জানিয়ে দিলেন ভারতীয় তারকা।
advertisement
1/6

আইপিএল জ্বরে কাবু ক্রিকেট প্রেমিরা। তারপরই পরই টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বযুদ্ধে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। চলতি মাসের শেষেই ঘোষণা হতে পারে টি-২০ বিশ্বকাপের দল।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগেই হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী। আসন্ন টি-২০ বিশ্বকাপে কোন ভারতীয় তারকা ২০১১ সালে এমএস ধোনির মত ছয় মেরে দেশকে বিশ্বকাপ জেতাবে তা জানিয়ে দিলেন প্রাক্তন তারকা সুরেশ রায়না।
advertisement
3/6
রোহিত শর্মা- বিরাট কোহলি, কেএল রাহুলদের নাম নেননি সুরেশ রায়না। প্রাক্তন বাঁ হাতি ব্যাটালরের মতে, কলকাতা নাইট রাউইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং এবার ছয় মেরে দেশকে বিশ্বকাপ জেতাবেন।
advertisement
4/6
সুরেশ রায়না বলেছেন,"যখনই দল বিপদে পড়ে, তখনই সঙ্কটমোচন হিসেবে এগিয়ে আসে রিঙ্কু। আমরা ২০১১ বিশ্বকাপে ধোনির ছক্কা দেখেছি, ২০০৭-এ যুবরাজের ছক্কা দেখেছি। এবার বিশ্বকাপে রিঙ্কু সেরকমই কিছু একটা করবে।"
advertisement
5/6
এখানেই থেমে না থেকে রিঙ্কু প্রশংসায় পঞ্চমুখ হয়ে রায়না আরও বলেন,"রিঙ্কু আমার খুব পছন্দের ক্রিকেটার। আমি খুব কাছ থেকে ওর উত্থান দেখেছি। ওর প্রতিভা ঈশ্বরপ্রদত্ত। আপনি মিলিয়ে নেবেন, রিঙ্কুর ব্যাটের ছক্কাতেই আমরা বিশ্বকাপ জিতব।"
advertisement
6/6
প্রসঙ্গত, বিগত কয়েক মরশুমে আইপিএলে নিজেকে কেকেআরের জার্সিতে প্রমাণ করেছেন রিঙ্কু সিং। ভারতীয় দলের জার্সিতেও সীমিত সুযোগে নিজের জাত চিনিয়েছেন বাঁ হাতি তারকা। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে ও ভাল কিছু করে দেখাতে মুখিয়ে রয়েছেন রিঙ্কু সিং।