ভারতীয় ক্রিকেটারের পরিবারের বড় বিপদ! ভাইয়ের জন্য বদনাম দাদা! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Super Star Indian Cricketer Brother Arrested Before ICC Champions Trophy 2025 Final IND vs NZ: একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলের জয় দেখার জন্য প্রহর গুনছে গোটা দেশ। ঠিক তখনই এক ভারতীয় ক্রিকেটারের পরিবার বড় বিপদ। ঘটে গেল বড় ঘটনা।
advertisement
1/5

একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলের জয় দেখার জন্য প্রহর গুনছে গোটা দেশ। ঠিক তখনই এক ভারতীয় ক্রিকেটারের পরিবার বড় বিপদ। ঘটে গেল বড় ঘটনা।
advertisement
2/5
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেওয়াগের ভাইকে যেতে হল হাজতবাসে। বিনোদ সেহওয়াহগের বিরুদ্ধে উঠল বড়সড় জালিয়াতির অভিযোগ।
advertisement
3/5
৭ কোটি টাকার চেক বাউন্স মামলায় ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের ভাই, দিল্লির বাসিন্দা বিনোদ সেহওয়াগকে চণ্ডীগড়ের মনিমাঝরা থানার পুলিশ গ্রেফতার করেছে।
advertisement
4/5
হরিয়ানার বাহাদুরগড়ের কাছে বিনোদ সেওয়াগের একটি ঠান্ডা পানীয়র কারখানা রয়েছে। অপর একটি কোম্পানিকে ৭ কোটি টাকার চেক দিয়েছিল বীরেন্দ্র সেওয়াগের ভাইয়ের কোম্পানি। যা বাউন্স হয়ে যায়।
advertisement
5/5
তারপর পলাতক হয়ে যায় বিনোদ সেওয়াগ ও তার সহযোগিরা। অবশেষে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৭৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। যদিও জামিনের আবেদন করেছেন বিনোদ সেওয়াগ।