ফের আইপিএলে করোনার থাবা! আক্রান্ত সানরাইজার্সের ট্রেভিস হেড, বাড়ছে আতঙ্ক?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025: ফের আইপিএলে কোভিডের থাবা? আবারও কি ফিরছে করোনা আতঙ্কে? সাময়ীক বিরতির পর আইপিএল শুরু হতেই কোভিড আক্রান্ত তারকা ব্যাটার।
advertisement
1/5

ফের আইপিএলে কোভিডের থাবা? আবারও কি ফিরছে করোনা আতঙ্কে? সাময়ীক বিরতির পর আইপিএল শুরু হতেই কোভিড আক্রান্ত তারকা ব্যাটার।
advertisement
2/5
করোনা আক্রান্ত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার ট্রেভিস হেড। বর্তমানে কোভিড আতঙ্কের কারণ নয়। কিন্তু হঠাৎই এই খবরে হৈ চৈ।
advertisement
3/5
সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেন অজি তারকা ব্যাটার।
advertisement
4/5
লখনউ সবুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ট্রেভিস হেডকে ছাড়াই নামতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে। কী ভাবে হেড করোনায় আক্রান্ত হলে তা অবাক করেছে সকলকে।
advertisement
5/5
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ট্রেভিস হেড। আগামী ম্যাচে তিনি দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি ভেত্তোরি।