TRENDING:

‘আসল দোষী মেসিই...’ যুবভারতী কাণ্ড নিয়ে একী বললেন সুনীল গাভাসকর !

Last Updated:
Sunil Gavaskar Takes Aim At Lionel Messi: গাভাসকরের দাবি, মেসির উপস্থিতি দুই ঘণ্টার জন্য নির্ধারিত ছিল। কিন্তু বাস্তবে সময়ের অনেক আগেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ফলে হাজার হাজার টাকা খরচ করেও কোনও লাভ হয়নি দর্শকদের ৷
advertisement
1/6
‘আসল দোষী মেসিই...’ যুবভারতী কাণ্ড নিয়ে একী বললেন সুনীল গাভাসকর !
সম্প্রতি লিওনেল মেসির কলকাতা সফরের সময় সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে ক্রীড়ামহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। মেসির সফরের বিশৃঙ্খলার জন্য যখন ভারতীয় আয়োজক এবং দর্শকদের একাংশকে দায়ী করা হচ্ছে, তখন গাভাসকর প্রশ্ন তুলেছেন খোদ মেসির ভূমিকা ও প্রতিশ্রুতি রক্ষা নিয়ে।
advertisement
2/6
Sportstar-এ লেখা নিজের কলামে ক্রিকেট কিংবদন্তি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন—যদি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা ছিল, তাহলে মেসি কেন তার অনেক আগেই স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন? গাভাসকরের দাবি, মেসির উপস্থিতি দুই ঘণ্টার জন্য নির্ধারিত ছিল। কিন্তু বাস্তবে সময়ের অনেক আগেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ফলে হাজার হাজার টাকা খরচ করেও কোনও লাভ হয়নি দর্শকদের ৷
advertisement
3/6
গাভাসকর ক্ষোভের সুরেই লিখেছেন, ‘‘কলকাতার ঘটনায় সবাইকে দায়ী করা হয়েছে, অথচ যিনি নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি, তাঁর দিকে আঙুল ওঠেনি। চুক্তির শর্ত প্রকাশ্যে নেই ঠিকই, কিন্তু যদি নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা থাকে, আর তিনি তার আগেই চলে যান, তাহলে দায় স্বয়ং তাঁর ও তাঁর টিমেরও।’’
advertisement
4/6
গাভাসকরের বক্তব্য, মেসি বা তাঁর সঙ্গীদের কোনও নিরাপত্তা হুমকি ছিল না। রাজনৈতিক নেতা বা তথাকথিত ভিআইপি-দের ঘিরে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রশ্ন—‘মেসির কাছে কি খুব বেশি কিছু চাওয়া হয়েছিল? স্টেডিয়ামের চারদিকে একবার হাঁটা, বা অন্তত একটা পেনাল্টি নেওয়া? সেটুকু হলেই আশপাশের লোকজন আপনাতেই সরে যেত, আর দর্শকরা তাঁদের নায়ককে দেখতে পেত।’
advertisement
5/6
গাভাসকর তাঁর কলামে লিখেছেন, “মেসি মাত্র ৩০ মিনিটেরও কম সময় স্টেডিয়ামে ছিলেন। ভিআইপিদের ভিড় বা বিশৃঙ্খলার কথা বলা হলেও, সেখানে মেসির নিরাপত্তার কোনও ঝুঁকি ছিল না। দর্শকরা প্রচুর টাকা খরচ করে তাঁদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন। মেসি যদি কথা মতো এক ঘণ্টা থাকতেন কিংবা দর্শকদের জন্য অন্তত একটি পেনাল্টি কিক নিতেন, তবে পরিবেশ অন্যরকম হতে পারত।” তাঁর মতে, মেসি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়ায় দর্শকরা হতাশ হন, যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
advertisement
6/6
এদিকে সোমবার রাতেই গুজরাতের জামনগর পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। দিল্লির অনুষ্ঠান শেষেই তাঁরা জামনগরের উদ্দেশে রওনা দেন। শিল্পপতি মুকেশ আম্বানির আমন্ত্রণে দুই সতীর্থকে নিয়ে জামনগর গিয়েছেন মেসি। মুকেশ তাঁদের ‘বনতারা’য় আমন্ত্রণ জানিয়েছেন। মেসির ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি রবিবার নৈশভোজ করেন তিন ফুটবলারের সঙ্গে। তারপরই আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে ‘বনতারা’য় নিয়ে যেতে সক্রিয় হয় রিলায়েন্স গোষ্ঠী। মোটা টাকার চুক্তির প্রস্তাব দেওয়া হয় মেসিকে। তাতে মেসি তাঁর পূর্বনির্ধারিত ভারত সফর দীর্ঘায়িত করতে রাজি হন। প্রথমে জানা গিয়েছিল, মঙ্গলবার সকালে জামনগর যাবেন মেসি। পরে সূচি পরিবর্তন করে সোমবার রাতেই পৌঁছানোর সিদ্ধান্ত নেন এলএম টেন।
বাংলা খবর/ছবি/খেলা/
‘আসল দোষী মেসিই...’ যুবভারতী কাণ্ড নিয়ে একী বললেন সুনীল গাভাসকর !
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল