রিঙ্কু সিংয়ের পরিবারকে বিরাট দায়িত্ব দিলেন গাভাসকর, কথা না শুনলে সর্বনাশ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar on Rinku Singh: রিঙ্কু সিংয়ের পরিবারকে অনেক বড় দায়িত্ব দিলেন গাভাসকর। তাঁদের উপর এখন টিকে সব কিছু।
advertisement
1/5

রিঙ্কু সিং। গত ২ বছরে কেকেআরের এই তারকা হয়তো সব থেকে বেশি প্রচারের আলো পেয়েছেন। এবার সেই রিঙ্কুর পরিবারকে বড় দায়িত্ব দিলেন সুনীল গাভাসকর।
advertisement
2/5
আইপিএলে লাগাতার ভাল খেলছেন রিঙ্কু। পর পর পাঁচটি বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি দলকে জিতিয়েছেন। তার পরও রিঙ্কুর কেরিয়ার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন লিটল মাস্টার।
advertisement
3/5
গাভাসকর বললেন, এই প্রচার, খ্যাতি রিঙ্কু ও তাঁর পরিবার কীভাবে সামলায় তার উপর নির্ভর করছে ওর কেরিয়ার। এত প্রচার পাওয়ার পর অনেক ক্রিকেটারের কেরিয়ার ভেসে যেতে দেখেছি।
advertisement
4/5
রিঙ্কুর পরিবারকে দায়িত্ব নিতে হবে। কারণ রিঙ্কু কয়েনের এপিঠ-ওপিঠ দেখে ফেলেছে। তবে এই প্রচারের পর ওর পরিবারকে পরিস্থিতি সামলাতে হবে। না হলে এই জায়গা থেকে অনেক ক্রিকেটারকে হারিয়ে যেতে দেখেছি।
advertisement
5/5
গাভাসকর সতর্ক করে বলেন, অনেক ক্রিকেটারকে দেখেছি পরিবার ও বন্ধুর সহযোগিতা পায়নি বলে হারিয়ে গিয়েছে। রিঙ্কুর সঙ্গে যেমন এমনটা না হয়! সেটা ওর পরিবারকে দায়িত্ব নিতে হবে। প্রচারে ভেসে গেলে চলবে না।