Sunil Chhetri: সুনীলের গোপন প্রেম এবং ফিটনেস রুটিন সাফল্যের চাবিকাঠি! ভারত অধিনায়ক সুপারম্যান
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
গোল করে সন্তান সম্ভবা সোনমকে গোল উৎসর্গ করেছিলেন সুনীল। সেই ছবি ছুঁয়ে গিয়েছিল সকলকে
advertisement
1/7

২০১৭ সালের ৪ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী সোনমকে বিয়ে করেছিলেন সুনীল ছেত্রী। বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা সোনম বহু আগে থেকেই সম্পর্ক ছিলেন সুনীলের সঙ্গে
advertisement
2/7
সুনীল বারবার বলেছেন যখন মোহনবাগানের খেলতেন আজ থেকে ১৮ বছর আগে তখন থেকেই গোপন প্রেম ছিল সোনমের সঙ্গে
advertisement
3/7
সোনম অবশ্য শুধু প্রেমিকা বা স্ত্রী হিসেবে নয় সুনীল ছেত্রীর ভক্ত হিসেবেও ছিলেন প্রথম থেকেই। সুনীলের ফুটবল জীবনের ওঠা পড়ার পুরোটাই হয়েছে তার চোখের সামনে
advertisement
4/7
ইন্টার কন্টিনেন্টাল কাপে গোল করে সন্তান সম্ভবা সোনমকে গোল উৎসর্গ করেছিলেন সুনীল। সেই ছবি ছুঁয়ে গিয়েছিল সকলকে
advertisement
5/7
সুনীলের লক্ষ্য এশিয়ান কাপে ভারতের জার্সিতে মনে রাখার মত পারফরম্যান্স করা। তিনি ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি
advertisement
6/7
নিজের ফিটনেস নিয়ে প্রচন্ড পরিশ্রম করেন সুনীল। চার বছর হয়ে গেল সম্পূর্ণ ভেজিটেরিয়ান হয়ে গিয়েছেন। এর ফলে নাকি অনেক সুস্থ আছেন তিনি
advertisement
7/7
সুনীল জানিয়েছেন তিনি অবসর নেওয়ার আগে ভারতীয় ফুটবলকে একটা লড়াকু দলে পরিণত করতে চান। আশিক, সাহাল, আনোয়ার থেকে শুরু করে আকাশ, রোহিত কুমারদের তৈরি করে যেতে চান