শাহরুখ-কন্যা সুহানাকে ডেট করছেন রিঙ্কু সিং? আইপিএলের মাঝে বড় কাণ্ড!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Suhana Khan and Rinku SIngh: সত্যিই কি রিঙ্কু সিংকে ডেট করছেন শাহরুখ খানের মেয়ে সুহানা! জেনে নিন ব্যাপারটা।
advertisement
1/6

কলকাতা: যা রটে, তার কিছু তো ঘটে! সব সময় এই প্রবাদ কিন্তু সত্যি নাও হতে পারে। বিশেষ করে সোস্যাল মিডিয়ার যুগে। এই যেমন এবার শাহরুখ খানের মেয়ে সুহানাকে নিয়ে যা রটে গেল, সেটা কি স্রেফ রটনা!
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় রটে গেল, সুহানাকে ডেট করছেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং। আর তাতে নেটিজেনরা তো অবাক।
advertisement
3/6
সোশ্যাল মিডিয়ায় এখন রিঙ্কু ও সুহানাকে নিয়ে হাজারো মিম শেয়ার করছেন অনেকে। ব্যাপারটা নিয়ে চলছে ঠাট্টা, ইয়ার্কি।
advertisement
4/6
রিঙ্কু আর সুহানার সম্পর্কের জল্পনা নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। অনেকে ব্যাপারটা বিশ্বাস করছেন। অনেকে আবার হেসে উড়িয়ে দিচ্ছেন।
advertisement
5/6
আসলে মাঝেমধ্যেই মাঠে দেখা যায় সুহানাকে। বাবার সঙ্গে অনেক ছোট থেকেই তিনি কেকেআরের খেলা দেখতে যান। এবারও কেকেআর-এর খেলা দেখতে গিয়ে রিঙ্কুর পারফরম্য়ান্স দেখে মুগ্ধ হয়ে যান তিনি।
advertisement
6/6
রিঙ্কু সিংয়ের পাঁচ বলে পাঁচ ছক্কার পর সুহানাকে ইন্সটা স্টোরিতে রিঙ্কুর প্রশংসা করেছিলেন। তার পর থেকেই জল্পনা ছড়াতে শুরু করে। বিরাট কাণ্ডের মতো আইপিএলের মাঝে দুজনের সম্পর্ক নিয়ে রটতে শুরু করে।