TRENDING:

Sara Tendulkar Boyfriend: কারোর সঙ্গে রাতের পার্টি, কারোর সঙ্গে গোয়া ট্রিপ, সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপ তুঙ্গে

Last Updated:
শুভমান গিল না সিদ্ধার্থ কেরকার! আদৌ এঁদের কারোর সঙ্গেই কি প্রেম সারা তেন্ডুলকরের...
advertisement
1/7
কারো সঙ্গে রাতের পার্টি, কারো সঙ্গে গোয়া ট্রিপ, সারাকে নিয়ে গসিপ তুঙ্গে
#কলকাতা: সারা তেন্ডুলকর (Sara Tendulkar) মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে৷ তাঁর রূপের ডালি দেখে চোখ ফেরাতে পারেন না তাঁর ফ্যানরা৷ সচিনের কন্যা শোনা যাচ্ছে এবার বলিউডেও পা রাখবেন৷ কিন্তু ইদানিং কি বয়ফ্রেন্ড বদল করলেন নাকি সারা তেন্ডুলকর? এই গসিপেই উত্তাল সোশ্যাল মিডিয়া৷ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সচিন তেন্ডুলকরের মেয়ের মাখোমাখো সম্পর্কের কথা জানেন সকলেই৷ Photo Courtesy- Instagram
advertisement
2/7
কিন্তু ইদানিং আরও এক পুরুষের সঙ্গ নাম জড়াচ্ছে সারা তেন্ডুলকরের৷ গোয়ায় কার সঙ্গে ছুটি কাটালেন সারা, কার সঙ্গে কাটাচ্ছেন রাতের পার্টিতে সময়৷ Photo Courtesy- Instagram
advertisement
3/7
তাঁর সঙ্গে সিদ্ধার্থ কেরকারের সম্পর্ক তৈরি হয়েছে? সারা তেন্ডুলকরের নিজের প্রোফাইলে কোনও বয়ফ্রেন্ডের সঙ্গেই কখনই ছবি শেয়ার হতে দেখা যায়নি৷ কিন্তু সিদ্ধার্থ কেরকার নিয়মিত তাঁর স্টোরিতে সারা-র সঙ্গে ছবি শেয়াক করে থাকেন৷ প্রথমবাক ২০২১ -র ১৭ নভেম্বর তাঁর নাম সকলের সামনে এসেছিল৷ যখন সারা তেন্ডুলকরের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল৷ Photo Courtesy- Instagram
advertisement
4/7
সম্প্রতি গোয়া ভেকশন থেকে একের পর এক স্টোরি আপডেট দিচ্ছিলেন সারা তেন্ডুলকর৷ কিন্তু তাঁর সঙ্গী কে তা নিয়ে ছিল জোর ধোঁয়াশা৷ এবার সেই গসিপ আরও আগুন লেগেছে কারণ সকলেই প্রথমে ধরে নিয়েছিলেন সঙ্গী শুভমান গিল৷ কিন্তু সারার সঙ্গে ছবি শেয়ার করে স্টোরিতে দিয়েছে সিদ্ধার্থ কেরকার৷ Photo Courtesy- Instagram
advertisement
5/7
তবে এই দুজনের সম্পর্ক নিয়ে গসিপ তৈরি হলেও দুপক্ষের কেউই এই নিয়ে কোনও মুখ খোলেননি৷ সম্পর্কটা শুধু ‘ভাল বন্ধু’ নাকি তার চেয়ে বেশি কিছু তা নিয়ে অন্ধকারে সকলেই৷ এদিকে গোয়ার ছুটির সময় গুজরাত টাইটান্সের শুভমান গিল একটি থরের সামনে সূর্যাস্তের সময় একার ছবি পোস্ট করেছিলেন৷ কিন্তু গসিপ এই সময় তাঁর সঙ্গিনী ছিলেন সচিন কন্যা সারা৷ Photo Courtesy- Instagram
advertisement
6/7
এই জল্পনার কারণ ছিল সেই একই সময়ে সারা একটি গাড়ির সামনের সিট থেকে ছবি পোস্ট করেছিলেন৷ সেখানে যেরকম সূর্যাস্ত দেখা যাচ্ছে আগের ছবির লোকেশনও কার্যত সেইরকমই৷ তাহলে এটা কি শুভমান গিলেরই থর ছিল৷ Photo Courtesy- Instagram
advertisement
7/7
সব মিলিয়ে সুন্দরী সারা-র বাজার নিঃসন্দেহে গরম৷ তবে কার সঙ্গে তাঁর প্রেম তা নিয়ে কোন কথা এখনই বলতে নারাজ কোনও পক্ষই৷ Photo Courtesy- Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
Sara Tendulkar Boyfriend: কারোর সঙ্গে রাতের পার্টি, কারোর সঙ্গে গোয়া ট্রিপ, সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপ তুঙ্গে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল