Mohammed Shami: সন্তানের থেকে দূরে থাকা কতটা কষ্টের! মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তায় অন্তরের সব উজার করে দিলেন শামি
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Mohammed Shami Shares Emotional Message On His Daughter's Birthday: মেয়ের থেকে দূরে থাকলেও, খেলা নিয়ে ব্যস্ত থাকলেও শামি যে সন্তানকে কতটা মিস করেন তা একাধিক বার বুঝিয়েছেন। এবার মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন তারকা ক্রিকেটার।
advertisement
1/5

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই থাকেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। হাসিনের সঙ্গে আইনি ঝামেলার কারণে তাদের মেয়ে আপাতত মায়ের সঙ্গেই থাকে।
advertisement
2/5
তবে মেয়ের থেকে দূরে থাকলেও, খেলা নিয়ে ব্যস্ত থাকলেও শামি যে সন্তানকে কতটা মিস করেন তা একাধিক বার বুঝিয়েছেন। এবার মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন তারকা ক্রিকেটার।
advertisement
3/5
ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ও মেয়ের একার বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শামি। সন্তানের থেকে দূরে থাকা কতটা কষ্টের! মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তায় অন্তরের সব উজার করে দিয়েছেন।
advertisement
4/5
পোস্টে তিনি লিখেছেন,"ডার্লিং,আমি এখনো মনে করতে পারি সেই সব রাতের কথা যখন আমরা একসাথে জেগে থাকতাম, কথা বলতাম, হাসতাম — আর বিশেষ করে তোমার নাচটা! বিশ্বাসই হয় না তুমি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ।"
advertisement
5/5
এছাড়া শামি লিখেছেন,"আমি তোমার জীবনে শুধু সেরা জিনিসগুলোরই কামনা করি। ঈশ্বর যেন তোমাকে ভালোবাসা, শান্তি, আনন্দ আর ভালো স্বাস্থ্যে ভরিয়ে দেন — আজ এবং সবসময়। শুভ জন্মদিন।"