TRENDING:

CWC 2019: ‘আমি এই খেলাটাকে ভালবেসে ফেলেছি...’ জানালেন টিম ইন্ডিয়ার ভক্ত ৮৭ বছরের চারুলতা

Last Updated:
advertisement
1/5
‘আমি এই খেলাটাকে ভালবেসে ফেলেছি...’ জানালেন টিম ইন্ডিয়ার ভক্ত ৮৭ বছরের চারুলতা
টিম ইন্ডিয়ার ফ্যান ছড়িয়ে রয়েছে বিশ্বের সর্বত্র ৷ কিন্তু মঙ্গলবার বার্মিংহ্যাম কোহলিদের যে ফ্যানকে দেখল, তাঁর উপর মুগ্ধ প্রত্যেকেই ৷
advertisement
2/5
৮৭ বছরের চারুলতা প্যাটেল টিম ইন্ডিয়ার ‘জবরা ফ্যান’ ৷ টিভিতে হোক বা মাঠে গিয়ে, কখনই ভারতের কোনও ক্রিকেট ম্যাচ দেখতে মিস করেননি তিনি ৷
advertisement
3/5
জন্ম আফ্রিকার তানজানিয়াতে হলেও ইংল্যান্ডেই রয়েছেন প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ৷ ১৯৭৫ থেকে সব বিশ্বকাপই দেখেছেন তিনি ৷ বিদেশেই বড় হলেও নিজের দেশের প্রতি একটা গভীর টান এবং আবেগ থেকেই গিয়েছে তাঁর ৷
advertisement
4/5
চারুলতা প্যাটেল জানান, তাঁর জন্ম তানজানিয়ায় ৷ তাঁর ছেলেরাও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে ৷ এই খেলাটাকে তিনি অনেক বছর আগের থেকেই ভালবেসে ফেলেছেন ৷ তাই মঙ্গলবারও ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে মাঠে চলে আসেন ৷
advertisement
5/5
১৯৮৩ বিশ্বকাপে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে যখন বিশ্বকাপ তুলে নিচ্ছেন কপিল দেব, তখন মাঠে দর্শকদের ভিড়ে উপস্থিত ছিলেন চারুলতা প্যাটেলও।
বাংলা খবর/ছবি/খেলা/
CWC 2019: ‘আমি এই খেলাটাকে ভালবেসে ফেলেছি...’ জানালেন টিম ইন্ডিয়ার ভক্ত ৮৭ বছরের চারুলতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল