সৌরভের বেহালার বাড়িতে চাকরিহারা শিক্ষকরা! দাদার সঙ্গে কী প্রয়োজন, জানা গেল
- Written by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকরা এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে! মঙ্গলবার চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা বেহালায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে যান।
advertisement
1/5

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকরা এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে! মঙ্গলবার চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা বেহালায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে যান। নবান্ন চলো অভিযানে আমন্ত্রণ জানাতেই তাঁরা সৌরভের বাড়িতে গিয়েছিলেন বলে খবর।
advertisement
2/5
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে অংশগ্রহণের জন্য বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞের আবেদন। সংগঠনের পক্ষ থেকে ৩ জন এর প্রতিনিধি দল সৌরভের বেহালা চৌরাস্তার বাড়িতে আমন্ত্রণ জানাতে যান।
advertisement
3/5
২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সৌরভের বাড়িতে গেলেও তাঁদের জানানো হয়, মহারাজ বাড়িতে নেই। এর পর তাঁরা থানায় গিয়ে চিঠি জমা করেন বলে খবর।
advertisement
4/5
চাকরিহারা শিক্ষকরা বলেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় সম্মানীয় একজন। তাই তাঁরা দাদাকে আমন্ত্রণ জানাতে চান। তাঁরা মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। সৌরভ গঙ্গোপাধ্য়ায় যদি সেই ব্যবস্থা করে দেন, তা হলে তাদে উপকার হয়। তাঁরা এই পরিস্থিতিতে সৌরভকে পাশে চাইছেন।
advertisement
5/5
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে শিক্ষকদের এখন দিশেহারা অবস্থা। সৌরভ পেশাগত জীবনে বারবার বাধা-বিপত্তি কাটিয়ে কামব্যাক করেছেন। সৌরভের সেই ফিরে আসার মন্ত্রকেই পাথেয় করতে চাইছেন চাকরিহারা শিক্ষকরা!