Sourav Ghoshal Wins Broze In CWG 2022: বাঙালির হাত ধরে ফের পদক এল দেশে, কমনওয়েলথে সৌরভ ঘোষালের দাপট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ghoshal Wins Broze In CWG 2022: ফের বাঙালির বিশ্বজয়। সৌরভ ঘোষালের হাত ধরে পদক এল দেশে।
advertisement
1/6

ঝড়ের গতিতে ইংল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিতে ব্রোঞ্জ পেলেন বাঙালি স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল।
advertisement
2/6
একতরফা ম্যাচে এক ইংরেজের বিরুদ্ধে ৩-০তে জিতলেন তিনি। ম্যাচের ফলাফল ১১-৬, ১১-১, ১১-৪।
advertisement
3/6
কমনওয়েলথ গেমসে ফের বাঙালির হাত ধরে দেশে এল পদক। ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল।
advertisement
4/6
মেনস সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন জেমস উইলসট্রপকে হারালেন সৌরভ।
advertisement
5/6
চলতি কমনওয়েলথ গেমসে এই প্রথম সৌরভের হাত ধরে স্কোয়াশে পদক জিতল ভারত।
advertisement
6/6
ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপের বিরুদ্ধে কার্যত একতরফা খেললেন সৌরভ। তাঁর দাপটে শুরু থেকেই কোণঠাঁসা ছিলেন ইংরেজ তারকা।