TRENDING:

Sports Anchor Yesha Sagar: এত সুন্দরী স্পোর্টস অ্যাঙ্কর ক্রিকেট দুনিয়ায় আর কেউ নেই! ছবি দেখলেই বেড়ে যেতে পারে হৃদস্পন্দন

Last Updated:
Cricket Anchor- স্পোর্টস অ্যাঙ্কর হওয়ার আগে এশা সাগর কানাডায় একজন মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।
advertisement
1/6
এত সুন্দরী স্পোর্টস অ্যাঙ্কর ক্রিকেট দুনিয়ায় আর কেউ নেই! ছবি দেখলেই বাড়তে পারে হৃদস্পন্দন
ক্রিকেট দুনিয়ায় এক স্পোর্টস অ্যাঙ্করকে নিয়ে খুবই চর্চা হয়। এই জনপ্রিয় ক্রিকেট প্রেজেন্টারের হোস্টিং অনেকের মন জয় করে নেন। সোশ্যাল মিডিয়ায় এশা সাগরের সৌন্দর্যের দারুণ প্রশংসা দেখা যায়। ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কাজ করার আগে এশা সাগর মডেলিং ও অভিনয়ও করেছেন। এশা সাগর ফিটনেস ইনফ্লুয়েন্সারও।
advertisement
2/6
এশা সাগরকে পরমিশ বর্মা, গুড সিদ্ধু, অর্জ বেনিপাল, গিপ্পি গ্রেওয়াল, কুলবীর জিঞ্জার ও প্রেম ঢিল্লোঁর মতো শিল্পীদের সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। তাঁর ক্রিকেট অ্যাঙ্করিং-এর প্রশংসা করেন অনেকে।
advertisement
3/6
ইনস্টাগ্রামে এশা সাগরের এক মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। এশা সাগরের জন্ম ১৯৯৫ সালের ১৪ই সেপ্টেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় হয়। ভারতে গ্র্যাজুয়েশন শেষ করার পর ২০১৫ সালে তিনি কানাডা চলে যান। এশা সাগর গ্লোবাল কানাডা টি২০ লিগ থেকে নিজের পরিচিতি তৈরি করেছেন। স্পোর্টস অ্যাঙ্কর হওয়ার আগে এশা সাগর কানাডায় একজন মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।
advertisement
4/6
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ (BPL 2025)-এও স্পোর্টস অ্যাঙ্কারিং করে তিনি নিজের সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন। তবে তিনি এই লিগের ২০২৫ সিজন মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে এশা সাগর কানাডার টরন্টো শহরে থাকেন। তিনি গ্লোবাল টি২০ কানাডা, উত্তরপ্রদেশ টি২০ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ একাধিক লিগে কাজ করেছেন।
advertisement
5/6
এশা সাগর এখনও পর্যন্ত পাঞ্জাবি ও হিন্দি/তেলুগু ভাষার ৩০টিরও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। পরমিশ বর্মা-র মিউজিক ভিডিও ‘Chirri Udd Kaa Udd’ হল তাঁর সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলির একটি। এশা সাগর কপিল শর্মার সঙ্গে ‘Guilt’ নামক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। ফিটনেসের দিক থেকেও এশা সাগর খুবই উৎসাহী। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফিটনেস-সম্পর্কিত পোস্টে ভরপুর।
advertisement
6/6
তিনি ইনস্টাগ্রামে অনেক বোল্ড ছবি ও ভিডিও আপলোড করেন। এশা সাগরের জন্ম এবং বেড়ে ওঠা পঞ্জাবে। ভারতে পড়াশোনা শেষ করার পর তিনি আরও উচ্চশিক্ষার জন্য ডিসেম্বর ২০১৫-তে টরন্টো (কানাডা) চলে যান।
বাংলা খবর/ছবি/খেলা/
Sports Anchor Yesha Sagar: এত সুন্দরী স্পোর্টস অ্যাঙ্কর ক্রিকেট দুনিয়ায় আর কেউ নেই! ছবি দেখলেই বেড়ে যেতে পারে হৃদস্পন্দন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল