Euro 2024: ইউরো খেলতে খেলতে দিয়েছেন স্কুলের পরীক্ষা, আগামীর মহাতারকা এই 'ছোট্ট' ফুটবলার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Euro 2024 Spain vs Germany: এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা।
advertisement
1/6

গ্রুপ পর্ব ও শেষ ষোলর পর এবার কোয়ার্টার ফাইনালে চলে এসেছে ইউরো ২০২৪। টানটান ম্যাচ দেখার পাশাপাশি প্লেয়ারদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
advertisement
2/6
এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা। নিজের ফুটবল দক্ষতা দিয়েও সকলের নজর কেড়েছেন ১৬ বছরের এই ফুটবলার।
advertisement
3/6
সেই ফুটবলার হল স্পেনের তরুণ তারকা লেমিনে ইয়ামল। চলতি মরসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। ইউরোতে স্পেনের এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলার অন্যতম কারিগর তিনি।
advertisement
4/6
ইউরোতে খেলতে খেলতে নিজের স্কুলের পরীক্ষাও দিয়েছেন ইয়ামাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে স্কুলের কাজ করতে ব্যস্ত ছিলেন স্পেনের এই ফুটবলারকে।
advertisement
5/6
ইউরোর মাঝে পরীক্ষা দিয়ে রেজাল্টও বেরিয়ে গিয়েছে ইয়ামালের। পাশও করেছেন তিনি। একটি রেডিয়ো চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন,"আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।"
advertisement
6/6
এছাডাও ইয়ামাল জানিয়েছেন,"শুধু জেনেছি পাশ করেছি। কত নাম্বার পেয়েছি দেখার সাহস হয়নি।" ইউরোর ফাইনালের দিনই ইয়ামালের জন্মদিন। নিজেকে বড় উপহার দেওয়াটাই প্রধান লক্ষ্য স্প্যানিশ তারকার।