UEFA Nations League: টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগ জয় স্পেনের, কিছুটা ঘুচল বিশ্বকাপে ব্যর্থতার জ্বালা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
UEFA Nations League: বিশ্বকাপে ব্যর্থতার জ্বালা কিছুটা মিটল স্পেনের। ২০২২-২৩ সালের উয়েফা নেশনসন লিগ চ্যাম্পিয়ন হল লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশ আর্মাডারা। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় পেল স্পেন।
advertisement
1/6

বিশ্বকাপে ব্যর্থতার জ্বালা কিছুটা মিটল স্পেনের। ২০২২-২৩ সালের উয়েফা নেশনসন লিগ চ্যাম্পিয়ন হল লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশ আর্মাডারা।
advertisement
2/6
ফাইনালে স্পেন ও ক্রোয়েশিয়ার মধ্যে ১২০ মিনিট রুদ্ধশ্বাস লড়াই হয়। কিন্তু তারপরও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
advertisement
3/6
টাইব্রেকারে এমেরিক লাপোরতের শট ক্রসবারে লাগায় চাপ আরও বারে স্পেনের। কিন্তু গোলরক্ষক ইউনাই সিমন স্বপ্নভঙ্গ হতে দেয় স্প্যানিশ ফ্যানেদের।
advertisement
4/6
লোভ্রো মায়ের এবং ব্রুনো পেতকোভিচের শট বাঁচিয়ে দেন সিমন। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে ১১ বছর পর কোনও আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেল স্পেন।
advertisement
5/6
অপরদিকে, ২০১৮ বিশ্বকাপ ফাইনাল, ২০২২ বিশ্বকাপ সেমি ফাইনাল, তারপর এবার নেশনস লিগের ফাইনালে হার। আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নটা অধরাই থেকে যাচ্ছে লুকা মদ্রিচ ও ক্রোয়েশিয়ার।
advertisement
6/6
ফাইনাল জয়ের পর স্পেনের বিজয় উল্লাস ছিল দেখার মত। নতুন কোচের অধীনে প্রথন আন্তর্জাতিক ট্রফি জয়। এবার স্পেনের লক্ষ্য আগামি বছর ইউরো কাপ জয়।