IND vs SA: গুয়াহাটিতে ভারতের ব্যাটিং ভরাডুবি! দ্বিতীয় টেস্টেও কোণঠাসা টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: ইডেন টেস্টে হারের পর গুয়াহাটি টেস্টে কোণঠাসা ভারতীয় দল। যে উইকেটে প্রোটিয়া ব্যাটারদের আউট করতে কালঘাম ছুটেছে ভারতীয় বোলারদের, সেখানেই তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার।
advertisement
1/5

ইডেন টেস্টে হারের পর গুয়াহাটি টেস্টে কোণঠাসা ভারতীয় দল। যে উইকেটে প্রোটিয়া ব্যাটারদের আউট করতে কালঘাম ছুটেছে ভারতীয় বোলারদের, সেখানেই তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার।
advertisement
2/5
দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৪৮৯ রানে। দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬। তৃতীয় দিনের শুরুটাও খুব একটা খারাপ হয়নি ভারতের। প্রথম উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ করেন রাহুল ও যশস্বী।
advertisement
3/5
দুরন্ত ব্যাটিং করে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করনে যশস্বী জয়সওয়াল। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই ধস নামে ভারতীয় দলের ব্যাটিংয়ে। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
advertisement
4/5
সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, কেউই রান পাননি। দলের ব্যাটিং ভরাডুবি দেখে অনেকের মনে হতেই পারে দক্ষিণ আফ্রিকা ও ভারত আলাদা উইকেটে ব্যাট করছে।
advertisement
5/5
৪৮৯ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ১২২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে ভারতীয় দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দলের হয়ে লড়াই চালাচ্ছেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ৪টি, হার্মার ২টি ও মহারাজ ১টি করে উইকেট নিয়েছেন।