KKR Transfer: নাটক তো পুরো জমে দই! কেকেআরে আসা নিয়ে গসিপের মধ্যে কুইন্টনের এই কাণ্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Transfer: আইপিএলে ৯৬ ম্যাচ খেলে, ডি কক তিনটি শতরান সহ ২৯০৭ রান ঝোলায় পুরেছেন৷ তিনি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে জনপ্রিয় নাম৷
advertisement
1/8

: কুইন্টন ডি কক কেকেআরে খেলতে আসবেন কিনা তা নিয়ে এখনও কোনও খবরে সিলমোহর পড়েনি৷ তার আগে যে পরিমাণ শব্দ খরচ হয়েছে তাতে নাটক পুরো জমে দই৷ বাজারে জোর খবর ছিল কেকেআর এবারে ট্রান্সফার উইন্ডো থেকে কুইন্টন ডি কককে তুলে নেবে৷ আর তার নেপথ্য কারিগর গৌতম গম্ভীর৷ এদিকে এই ফিসফাস খবর কানাকানি হতে হতে এখন আগুনের গতিতে ছড়িয়ে যাচ্ছে৷
advertisement
2/8
সোমবার দিন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক ইনস্টাগ্রামে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কে ফলো করতে শুরু করেন৷ এরপরেই তাহলে কি কুইন্টন কেকেআরে আসার সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নে ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়৷
advertisement
3/8
ডি কক ২০১৩ থেকে আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলেছেন৷ ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যান। এই মুহূর্তে লখনউ সুপার জায়ন্টসে রয়েছেন৷
advertisement
4/8
আইপিএলে এক দশক-দীর্ঘ কেরিয়ার সত্ত্বেও, বাঁ-হাতি ওপেনার ২বারের আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই কী আইপিএল ২০২৪ এ নিজের জ্বলওয়া দেখাবেন৷
advertisement
5/8
আইপিএলে ৯৬ ম্যাচ খেলে, ডি কক তিনটি শতরান সহ ২৯০৭ রান ঝোলায় পুরেছেন৷ তিনি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে জনপ্রিয় নাম৷
advertisement
6/8
কিন্তু যদি ভাবেন কেকেআরকে ফলো করাই সবচেয়ে বড় খবর তাহলে ভুল ভেবেছেন৷ এলএসজি এই মুহূর্তে যে সব প্লেয়ারদের রিটেন করেছে তাদের মধ্যে কুইন্টন ডি কক রয়েছেন, আর তাই ফলো করার কিছুক্ষণ পরেই আবার কেকেআরকে আনফলো করে দেন৷
advertisement
7/8
কারণ এবার জোর খবর যে আসন্ন মিনি-নিলামের আগে দক্ষিণ আফ্রিকানকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও লেনদেন করা যেতে পারে।
advertisement
8/8
এদিকে ইনস্টাগ্রামে কেকেআরকে আনফলো করার কুইন্টন ডি ককদের পদক্ষেপ কেকেআর ফ্যানদের বেশ কষ্ট হচ্ছে৷ তারপরেও শোনা যাচ্ছে ৬.৭৫ কোটি টাকায় কি কেকেআরে আসবেন তা নিয়ে ধোঁয়াশা জারি৷