TRENDING:

KKR Transfer: নাটক তো পুরো জমে দই! কেকেআরে আসা নিয়ে গসিপের মধ্যে কুইন্টনের এই কাণ্ড

Last Updated:
KKR Transfer: আইপিএলে ৯৬ ম্যাচ খেলে, ডি কক তিনটি শতরান সহ ২৯০৭ রান ঝোলায় পুরেছেন৷ তিনি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে জনপ্রিয় নাম৷
advertisement
1/8
নাটক তো পুরো জমে দই! কেকেআরে আসা নিয়ে গসিপের মধ্যে কুইন্টনের এই কাণ্ড
: কুইন্টন ডি কক কেকেআরে খেলতে আসবেন কিনা তা নিয়ে এখনও কোনও খবরে সিলমোহর পড়েনি৷  তার আগে যে পরিমাণ শব্দ খরচ হয়েছে তাতে নাটক পুরো জমে দই৷ বাজারে জোর খবর ছিল কেকেআর এবারে ট্রান্সফার উইন্ডো থেকে কুইন্টন ডি কককে তুলে নেবে৷ আর তার নেপথ্য কারিগর গৌতম গম্ভীর৷ এদিকে এই ফিসফাস খবর কানাকানি হতে হতে এখন আগুনের গতিতে ছড়িয়ে যাচ্ছে৷
advertisement
2/8
 সোমবার দিন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার  কুইন্টন ডি কক ইনস্টাগ্রামে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কে ফলো করতে শুরু করেন৷ এরপরেই তাহলে কি কুইন্টন কেকেআরে আসার সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নে  ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়৷
advertisement
3/8
ডি কক ২০১৩ থেকে আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলেছেন৷  ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে  মুম্বই ইন্ডিয়ান্সে যান। এই মুহূর্তে লখনউ সুপার জায়ন্টসে রয়েছেন৷
advertisement
4/8
আইপিএলে এক দশক-দীর্ঘ কেরিয়ার সত্ত্বেও, বাঁ-হাতি ওপেনার  ২বারের আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই কী আইপিএল ২০২৪ এ নিজের জ্বলওয়া দেখাবেন৷
advertisement
5/8
আইপিএলে ৯৬ ম্যাচ খেলে, ডি কক তিনটি শতরান সহ ২৯০৭ রান ঝোলায় পুরেছেন৷ তিনি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে জনপ্রিয় নাম৷
advertisement
6/8
কিন্তু যদি ভাবেন কেকেআরকে ফলো করাই সবচেয়ে বড় খবর তাহলে ভুল ভেবেছেন৷ এলএসজি এই  মুহূর্তে যে সব প্লেয়ারদের রিটেন করেছে তাদের মধ্যে কুইন্টন ডি কক রয়েছেন, আর তাই ফলো করার কিছুক্ষণ পরেই আবার কেকেআরকে আনফলো করে দেন৷
advertisement
7/8
কারণ এবার  জোর খবর যে আসন্ন মিনি-নিলামের আগে দক্ষিণ আফ্রিকানকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও লেনদেন করা যেতে পারে।
advertisement
8/8
এদিকে  ইনস্টাগ্রামে কেকেআরকে আনফলো করার কুইন্টন ডি ককদের পদক্ষেপ কেকেআর ফ্যানদের বেশ কষ্ট হচ্ছে৷ তারপরেও শোনা যাচ্ছে  ৬.৭৫ কোটি টাকায় কি কেকেআরে আসবেন তা নিয়ে ধোঁয়াশা জারি৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Transfer: নাটক তো পুরো জমে দই! কেকেআরে আসা নিয়ে গসিপের মধ্যে কুইন্টনের এই কাণ্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল