Sourav Ganguly: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে বিশাল বড় দিন, বড় প্রাপ্তি হতে চলেছে 'দাদার'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে পেয়েছেন অবেক সম্মান। সোমবার ২৯ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে আরও একটি স্মরণীয় দিন হয়ে থাকতে চলেছে।
advertisement
1/6

সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য।
advertisement
2/6
সকাল থেকেই এদিন ময়দানের মোহনবাগান তাবু উৎসবমুখর। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। একইসঙ্গে এদিন হোসে মোলিনার অধীনে প্রথম অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড।
advertisement
3/6
সোমবার সন্ধ্যায় মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান। এবারের মোহনবাগান দিবস প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ একদিন। কারণ এদিন মোহনবাগান রত্নে ভূষিত হবেন সৌরভ।
advertisement
4/6
প্রতি বছরই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
5/6
নিজের ক্লাব ক্রিকেট কেরিয়ারে ৯ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচনের দিনও উপস্থিত ছিলেন সৌরভ। দেওয়া হয়েছিল সদস্য কার্ড।
advertisement
6/6
সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন দেওয়া ছাড়াও এদিন গত মরশুমের সেরা ফুটবলারের রস্কার পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। সেরা ফরোয়ার্ড হচ্ছেন মনবীর সিংহ। সেরা জুনিয়র ফুটবলারের পুরস্কার যাচ্ছে সুহেল ভাটের হাতে।