TRENDING:

দাদাগিরি-র চ্যানেল বদলে গেল! এবার কোথায়? সৌরভকে দেখা যাবে আরও একটি 'বড় শো'-তে

Last Updated:
এবার একসঙ্গে দুটো বড় শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শেষে সেই খবরই সত্যি হল। সৌরভ এবার দাদাগিরি আর বিগ বস- দুটো শো-তেই থাকছেন।
advertisement
1/5
দাদাগিরি-র চ্যানেল বদলে গেল! এবার কোথায়? সৌরভকে দেখা যাবে আরও একটি 'বড় শো'-তে
আগেই আভাস পাওয়া গিয়েছিল, এবার একসঙ্গে দুটো বড় শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শেষে সেই খবরই সত্যি হল। সৌরভ এবার দাদাগিরি আর বিগ বস- দুটো শো-তেই থাকছেন।
advertisement
2/5
‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’- দুটি শো সঞ্চালনা করবেন সৌরভ। তবে এবার আর আগের মতো দাদাগিরি জি বাংলাতে দেখা যাবে না। এবার সৌরভের সঞ্চালনায় নচুন মোড়কের দাদাগিরি অনুষ্ঠান হবে স্টার জলসায়।
advertisement
3/5
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ আসছে। সেখানেও সৌরভ সঞ্চালক। একই চ্যানেলে দুটি বড় শো। আর দুটিতেই সৌরভ!
advertisement
4/5
দুটি জনপ্রিয় শোয়ের জন্য মোট ৩৪ দিন শুটিং করবেন সৌরভ। প্রতিটি শো-এর জন্য ১৭ দিন করে সময় দেবেন তিনি। আর দুটি শো-এর জন্য তিনি রেকর্ড অঙ্কের টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন বলেও জানা যাচ্ছে।
advertisement
5/5
সৌরভ এদিন বলেন, দাদাগিরির প্রথম সিজন করার পর ভেবেছিলাম, দ্বিতীয় সিজন-এর জন্য আর ডাক পাবো না। কারণ আমি হয়তো সঞ্চালক হিসেবে কাজটা করতে পারছি না। তখন মা আমাকে সাহস জোগায়। দর্শকরা ধীরে ধীরে শো-টাকে ভালবাসা দেন। তাঁরা আমাকে দেখতে চান। এটাই আমাকে পরিশ্রম করার তাগিদ জোগায়। আমি নতুন চ্যালেঞ্জ নিতে সব সময় ভালবাসি।
বাংলা খবর/ছবি/খেলা/
দাদাগিরি-র চ্যানেল বদলে গেল! এবার কোথায়? সৌরভকে দেখা যাবে আরও একটি 'বড় শো'-তে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল