Sourav Ganguly: ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে বিপদ! এক বছরের কম ব্যবধানে একই ঘটনা ৩ বার!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly Wife Dona Ganguly Facebook Account Hacked Once Again: এই নিয়ে এক বছরের কম ব্যবধানে মোট ৩বার একই ঘটনা ঘটল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। বারবার এমন ঘটায় উদ্বিগ্ন গঙ্গোপাধ্যায় পরিবার। পোস্ট করে জানালেন ডোনা।
advertisement
1/5

ফের একবার সাইবার ক্রাইমের শিকার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার পুরোনো অ্যাকাউন্টটি এবার হ্যাক হয়েছে।
advertisement
2/5
এই নিয়ে এক বছরের কম ব্যবধানে মোট ৩বার অ্যাকাউন্ট হ্যাক হল সৌরভঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ের। বারবার এমনটা ঘটায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে।
advertisement
3/5
গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে নিজের ফেসবুক হ্যাক হওয়ার কথা জানিয়েছিলেন ডোনা। তারপর সেপ্টেম্বর মাসে ফের জোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়।
advertisement
4/5
এবার ফের ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ডোনা নিজের পোস্টে লিখেছেন,'আমার পুরনো প্রোফাইল ফের হ্যাক হয়েছে। সাবধান'।
advertisement
5/5
তিনি অ্যাকাউন্টির অ্যাকসেস হারিয়েছে সেই কথাও জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ঘটনায় সাইবার ক্রাইমের কাছে অভিযোদ জানাচ্ছেন সৌরঙ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।