Sourav Ganguly Birthday: এই মাঠই দেখেছে তাঁর দাদাগিরি, জন্মদিনের ঠিক আগে লর্ডসের সেই ব্যালকনিতে সৌরভ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০০৩ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের এই ব্যালকনিতে দাঁড়িয়েই জার্সি উড়িয়েছিলেন অধিনায়ক সৌরভ৷
advertisement
1/5

আগামিকাল, শুক্রবারই তাঁর পঞ্চাশতম জন্মদিন৷ তাঁর আগে ফের লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ নিজের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে ঐতিহাসিক লর্ডসের ব্যালকনি, স্টেডিয়াম ঘুরে দেখালেন সৌরভ৷
advertisement
2/5
পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গেই এবার লন্ডনে নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করবেন মহারাজ৷ ব্যক্তিগত ম্যানেজার তানিয়া ভট্টাচার্য, ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু ছাড়াও নিজের অফিসের বেশ কয়েকজন কর্মীকে লর্ডসের মাঠ ঘুরিয়ে দেখান সৌরভ৷
advertisement
3/5
২০০৩ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের এই ব্যালকনিতে দাঁড়িয়েই জার্সি উড়িয়েছিলেন অধিনায়ক সৌরভ৷ জন্মদিনের ঠিক আগের দিন ক্রিকেটের মক্কার সেই ব্যালকনিতেই দেখা গেল তাঁকে৷
advertisement
4/5
নিজের ঘনিষ্ঠদের লর্ডসের মাঠ ঘুরিয়ে দেখার পাশাপাশি ক্রিকেট জীবনের নানা স্মৃতিও তুলে ধরেন মহারাজ৷
advertisement
5/5
সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে লর্ডসের এই মাঠ৷ টেস্ট ক্রিকেটের অভিষেকে এই লর্ডসের মাঠেই শতরান করেছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'৷