ভারতের সর্বকালের সেরা ওপেনার কে? সৌরভ জানালেন নিজের 'পছন্দ', বড় তারকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly on Sehwag- ১৯৯৯-২০১৩ সাল পর্যন্ত খেলেছেন শেহওয়াগ। ভারতের জার্সি গায়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওডিআই খেলেছেন তিনি।
advertisement
1/5

সুনীল গাভাসকরের পর ভারতীয় দলের সেরা ওপেনার কে! এই নিয়ে অনেকের অনেক রকম পছন্দ থাকতে পারে। কেউ বলবেন, সচিন তেন্ডুলকর। কেউ আবার রোহিত শর্মাকে বেছে নেবেন। তবে সৌরভের পছন্দ কিন্তু একটু অন্যরকম।
advertisement
2/5
সৌরভ বরাবর বলে এসেছেন, তাঁর চোখে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন। তবে সর্বকালের সেরা ওপেনার বাছাইয়ের ক্ষেত্রে সৌরভের পছন্দ কিন্তু অন্য একজন।
advertisement
3/5
“The Greatest Rivalry – India vs Pakistan” ডকুমেন্টরি রিলিজ করবে নেটফ্লিক্সে। তারই ট্রেলারে সৌরভ জানালেন তাঁর চোখে গাভাসকরের পর ভারতের সর্বকালের সেরা ওপেনার কে!
advertisement
4/5
সৌরভ বললেন, গাভাসকরের পর তাঁর চোখে ভারতের সর্বকালের সেরা ওপেনারের নাম বীরেন্দ্র শেহওয়াগ। বীরুর মারকুটে ব্যাটিংয়ের ভক্ত মহারাজ।
advertisement
5/5
১৯৯৯-২০১৩ সাল পর্যন্ত খেলেছেন শেহওয়াগ। ভারতের জার্সি গায়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওডিআই খেলেছেন তিনি। টেস্ট ও ওডিআই-তে রান করেছেন যথাক্রমে ৮৫৮৬ ও ৮২৭৩ রান।