Sourav Ganguly: "ওকে দল থেকে বাদ দিয়ে...", কার জন্য এখনও আফসোস সৌরভের! নামটা জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly- সৌরভ আরও বললেন, একজন ক্রিকেটারকে বেশ কয়েকবার অনিচ্ছা সত্ত্বেও দল থেকে বাদ দিতে হয়েছিল। তা নিয়ে আমার খুব আফসোস হয়।
advertisement
1/6

সম্প্রতি পিটিআই-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি অনেক কিছু নিয়েই কথা বলেছেন। সৌরভ জানিয়েছেন, খেলা ছাড়ার পর তাঁর এখন কী নিয়ে সব থেকে বেশি আফসোস হয়!
advertisement
2/6
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮টি সেঞ্চুরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে এখনও তা নিয়ে মহারাজের আফসোসের শেষ নেই। কারণ সৌরভ মনে করেন, তিনি আরও সেঞ্চুরি করতে পারতেন।
advertisement
3/6
সৌরভ বললেন, এখন মাঝেসাঝে নিজের পুরনো ভিডিও দেখে অবাক হই। নিজেকে বলি, কতবার সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছি।
advertisement
4/6
পরিসংখ্যান বলছে, ৭০ থেকে ৮০ রানের ঘরে সৌরভ আউট হয়েছেন অন্তত ৩০ বার। ফলে বোঝাই যাচ্ছে, ভুল না করলে তিনি আরও বেশি সেঞ্চুরির মালিক হতেন। সৌরভ এদিন বললেন, এখনও মাঝেমধ্যে ইউ টিউবে নিজের পুরনো ভিডিও দেখি। ভুলগুলো বুঝি। নিজেকে বলি, সেঞ্চুরির এত কাছে গিয়ে এমন ভুল করে কেউ আউট হয়!
advertisement
5/6
সৌরভ আরও বললেন, একজন ক্রিকেটারকে বেশ কয়েকবার অনিচ্ছা সত্ত্বেও দল থেকে বাদ দিতে হয়েছিল। তা নিয়ে আমার খুব আফসোস হয়। তবে সেটা করতে হয়েছিল দলের স্বার্থে। ও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার, তবুও আমাকে ওকে দলের বাইরে রাখতে হয়েছিল।
advertisement
6/6
সৌরভ গঙ্গোপাধ্যায় স্বীকার করেন, অনিল কুম্বলের মতো ক্রিকেটারকে বাদ দিতে আমার খুবই খারাপ লাগত। আজও তা নিয়ে আফসোস হয়। উল্লেখ্য, ভারতীয় দলের জার্সি গায়ে ১৩২ টেস্টে ৬১৯টি উইকেট পেয়েছেন কুম্বলে।