Sourav Ganguly Sasuri: এই বছরের শুরুতেই অসুস্থ হয়েছিলেন সৌরভের মা, এবার হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি সৌরভের শাশুড়ি, হাসপাতালে ডোনা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly Sasuri: সৌরভের শাশুড়ির হয়েছে ট্রানজ়িয়েন্ট ইসকিমিক অ্যাটাক, কী হয় এই অসুস্থতা হলে...
advertisement
1/4

বছরের শুরুতেই অসুস্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, এবার অসুস্থ হলেন তাঁর শাশুড়ি মাও৷ ফেব্রুয়ারি মাসের শুরুতেই হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিরূপা দেবী৷ এবার ডোনা গঙ্গোপাধ্যায়ের মাও হার্ট সংক্রান্ত সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন৷ Photo- Collected
advertisement
2/4
ডোনা নিজেই মাকে নিয়ে হাসপাতালে রয়েছেন৷ তিনি জানিয়েছেন তাঁর মায়ের দীর্ঘদিনই ইসকিমিক হার্টের সমস্যা রয়েছে৷ কিন্তু হঠাৎই ট্রানজ়িয়েন্ট ইসকিমিক অ্যাটাককে (টিআইএ) হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ Photo- Collected
advertisement
3/4
ট্রানজ়িয়েন্ট ইসকিমিক অ্যাটাক আসলে কি? সহজ হিসেবে এটিকে ‘মিনি স্ট্রোক’ বলা হয়। এই ধরনের অসুস্থতায় মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। যার ফলে স্ট্রোকের মতো লক্ষণ দেখা দেয়, যা অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যে ঠিকও হয়ে যায়। Photo- Collected
advertisement
4/4
কিন্তু এই সমস্যা সঠিক সময়ে চিকিৎসা না করালে তা প্রাণঘাতীও হতে পারে৷ হঠাৎই বাড়িতে সৌরভের শাশুড়ি অসুস্থ বোধ করায় তাঁকে নিয়ে হাসাপাতালে পৌঁছে যান তাঁর মেয়ে ডোনা৷